বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পৃথক কর্মসূচিতে বিগত আওয়ামী লীগ সরকারের বিষোদাগার করেছেন দলটির সিনিয়র নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের কেউ আক্রমণ করতে এলে তাদের হাত ভেঙ্গে দেয়া হবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ‘খাল কেটে কুমির আনা’ থেকে নেতাকর্মীদের সাবধান থাকতে বলেছেন।
মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচিতে মির্জা ফখরুল এবং মুগদার পূর্ব মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
উত্তরায় আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি। ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে। ওইখানে বসে আওয়ামী লীগ, ছাত্রলীগকে উসকানি দিয়ে বলে তোমরা গোলমাল করো, মারামারি করো, নেতাদেরকে মারো।’
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকে মারা হয়েছে। তিনি বলেন, ‘আপনারা সাবধান থাকবেন, ওই আওয়ামী লীগের কেউ যদি আপনাদের ওপরে হাত তোলে তাহলে ওই হাত ভেঙ্গে দিবেন।’ নেতাকর্মীদের শুধু স্লোগানের রাজনীতি না করে শহীদ জিয়ার আদর্শ ধারণ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগের মতো ‘চাটার দলে’ পরিণত না হওয়ার জন্য নেতাকর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘তাহলে মানুষ বিএনপিকেও ভালোবাসবে না।’ বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে বলে ঘোষণা দেন মির্জা ফখরুল।
পূর্ব মানিকনগরে আয়োজিত অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালের মধ্যে যে একটা কুমির ছিল, এটা কেউ খেয়াল করেনি। সেই কুমিরটা ১৭ বছর মানুষকে যন্ত্রণা দিয়ে এখন দিল্লিতে পালিয়ে আছে। তাই খাল কেটে কুমির আনা যাবে না, খাল কেটে স্বচ্ছ পানি আনতে হবে।’
মানুষ যাতে ভোট দিতে না পারে সেজন্য একটি ষড়যন্ত্র চলছে উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই করা কঠিন। চিহ্নিত শত্রুকে মোকাবিলা করা সহজ কিন্তু যে শত্রুকে চোখে দেখা যায় না তাকে মোকাবিলা করা কঠিন।’ কর্মসূচির উদ্বোধন করে গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের নিয়ে নিড়ানি হাতে খাল পরিষ্কার করেন এবং বৃক্ষরোপণ করেন। একই দিনে জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাফ জানিয়ে দিয়েছেন, ‘বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে না।’ বিএনপি কোনো ‘মব সংস্কৃতি’ বা ‘উশৃঙ্খল জনতাতন্ত্রে’ বিশ্বাসী নয় উল্লেখ করে রিজভী বলেন, গত ১৬ বছর ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগের ‘ভয়ংকর স্বেচ্ছাতন্ত্রকে’ প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে।
জাতীয় পার্টির মহাসচিবের এক বক্তব্যের জবাবে রিজভী বলেছেন, বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় নেই এবং জাতীয় পার্টির দায়িত্ব নেয়ার কোনো কারণ নেই। তিনি প্রশ্ন তোলেন, ‘যখন ইলিয়াস আলীসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয় তখন কোথায় ছিলেন, তখন জাতীয় পার্টি কোথায় ছিল?’ বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা করে রিজভী বলেন, জিয়াউর রহমানের নামের আগে ‘শহীদ’ বা ‘স্বাধীনতার ঘোষক’ না লিখে ‘প্রয়াত’ লেখা হচ্ছে, যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে আঘাত দিচ্ছে বলে দাবি তার।
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পৃথক কর্মসূচিতে বিগত আওয়ামী লীগ সরকারের বিষোদাগার করেছেন দলটির সিনিয়র নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের কেউ আক্রমণ করতে এলে তাদের হাত ভেঙ্গে দেয়া হবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ‘খাল কেটে কুমির আনা’ থেকে নেতাকর্মীদের সাবধান থাকতে বলেছেন।
মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচিতে মির্জা ফখরুল এবং মুগদার পূর্ব মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
উত্তরায় আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি। ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে। ওইখানে বসে আওয়ামী লীগ, ছাত্রলীগকে উসকানি দিয়ে বলে তোমরা গোলমাল করো, মারামারি করো, নেতাদেরকে মারো।’
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকে মারা হয়েছে। তিনি বলেন, ‘আপনারা সাবধান থাকবেন, ওই আওয়ামী লীগের কেউ যদি আপনাদের ওপরে হাত তোলে তাহলে ওই হাত ভেঙ্গে দিবেন।’ নেতাকর্মীদের শুধু স্লোগানের রাজনীতি না করে শহীদ জিয়ার আদর্শ ধারণ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগের মতো ‘চাটার দলে’ পরিণত না হওয়ার জন্য নেতাকর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘তাহলে মানুষ বিএনপিকেও ভালোবাসবে না।’ বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে বলে ঘোষণা দেন মির্জা ফখরুল।
পূর্ব মানিকনগরে আয়োজিত অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালের মধ্যে যে একটা কুমির ছিল, এটা কেউ খেয়াল করেনি। সেই কুমিরটা ১৭ বছর মানুষকে যন্ত্রণা দিয়ে এখন দিল্লিতে পালিয়ে আছে। তাই খাল কেটে কুমির আনা যাবে না, খাল কেটে স্বচ্ছ পানি আনতে হবে।’
মানুষ যাতে ভোট দিতে না পারে সেজন্য একটি ষড়যন্ত্র চলছে উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই করা কঠিন। চিহ্নিত শত্রুকে মোকাবিলা করা সহজ কিন্তু যে শত্রুকে চোখে দেখা যায় না তাকে মোকাবিলা করা কঠিন।’ কর্মসূচির উদ্বোধন করে গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের নিয়ে নিড়ানি হাতে খাল পরিষ্কার করেন এবং বৃক্ষরোপণ করেন। একই দিনে জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাফ জানিয়ে দিয়েছেন, ‘বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে না।’ বিএনপি কোনো ‘মব সংস্কৃতি’ বা ‘উশৃঙ্খল জনতাতন্ত্রে’ বিশ্বাসী নয় উল্লেখ করে রিজভী বলেন, গত ১৬ বছর ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগের ‘ভয়ংকর স্বেচ্ছাতন্ত্রকে’ প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে।
জাতীয় পার্টির মহাসচিবের এক বক্তব্যের জবাবে রিজভী বলেছেন, বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় নেই এবং জাতীয় পার্টির দায়িত্ব নেয়ার কোনো কারণ নেই। তিনি প্রশ্ন তোলেন, ‘যখন ইলিয়াস আলীসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয় তখন কোথায় ছিলেন, তখন জাতীয় পার্টি কোথায় ছিল?’ বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা করে রিজভী বলেন, জিয়াউর রহমানের নামের আগে ‘শহীদ’ বা ‘স্বাধীনতার ঘোষক’ না লিখে ‘প্রয়াত’ লেখা হচ্ছে, যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে আঘাত দিচ্ছে বলে দাবি তার।