অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের এবং তাঁর স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। সোমবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের উপপরিচালক রেজাউল করিম গত রোববার আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, জিএম কাদের ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ মিলেছে। তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। কিন্তু দুদকের আশঙ্কা, তাঁরা সম্পদ হস্তান্তর করে দেশ ত্যাগের চেষ্টা করতে পারেন, যা তদন্ত কার্যক্রম ব্যাহত করবে। সেই কারণেই বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।
রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় পার্টি চরম অস্থিরতার মধ্যে পড়ে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর থেকে জিএম কাদের খুব একটা প্রকাশ্যে সক্রিয় নন। আওয়ামী লীগের সরকারের তিন মেয়াদে বিরোধী দলে থাকলেও নানা সমালোচনার মুখে পড়েছিল জাতীয় পার্টি। এর মধ্যেই জ্যেষ্ঠ নেতাদের একাংশ সম্প্রতি জিএম কাদেরকে নেতৃত্ব থেকে সরানোর উদ্যোগ নেয়।
গত ৯ আগস্ট রওশন এরশাদপন্থি নেতাদের সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ ও মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বাধীন অংশ এক হয়ে নতুন কমিটি ঘোষণা করে। সেখানে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান, এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব, কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো–চেয়ারম্যান এবং চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান করা হয়।
জিএম কাদের ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ছাড়াও ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাঁর স্ত্রী শেরীফা কাদের একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন।
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের এবং তাঁর স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। সোমবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের উপপরিচালক রেজাউল করিম গত রোববার আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, জিএম কাদের ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ মিলেছে। তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। কিন্তু দুদকের আশঙ্কা, তাঁরা সম্পদ হস্তান্তর করে দেশ ত্যাগের চেষ্টা করতে পারেন, যা তদন্ত কার্যক্রম ব্যাহত করবে। সেই কারণেই বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।
রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় পার্টি চরম অস্থিরতার মধ্যে পড়ে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর থেকে জিএম কাদের খুব একটা প্রকাশ্যে সক্রিয় নন। আওয়ামী লীগের সরকারের তিন মেয়াদে বিরোধী দলে থাকলেও নানা সমালোচনার মুখে পড়েছিল জাতীয় পার্টি। এর মধ্যেই জ্যেষ্ঠ নেতাদের একাংশ সম্প্রতি জিএম কাদেরকে নেতৃত্ব থেকে সরানোর উদ্যোগ নেয়।
গত ৯ আগস্ট রওশন এরশাদপন্থি নেতাদের সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ ও মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বাধীন অংশ এক হয়ে নতুন কমিটি ঘোষণা করে। সেখানে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান, এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব, কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো–চেয়ারম্যান এবং চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান করা হয়।
জিএম কাদের ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ছাড়াও ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাঁর স্ত্রী শেরীফা কাদের একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন।