‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য নাহিদা নূর সুইটিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার ঢাকা মহানগর হাকিম আবদুল ওয়াহাব পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই মোকছেদুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন, তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
শনিবার রাজধানীর কাফরুল এলাকা থেকে নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা রাষ্ট্র ও সরকারবিরোধী স্লোগান দিয়ে সন্ত্রাসবাদ উসকে দেন।
মামলায় বাদী হয়েছেন ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের এসআই মোরশেদুর রহমান।
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য নাহিদা নূর সুইটিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার ঢাকা মহানগর হাকিম আবদুল ওয়াহাব পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই মোকছেদুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন, তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
শনিবার রাজধানীর কাফরুল এলাকা থেকে নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা রাষ্ট্র ও সরকারবিরোধী স্লোগান দিয়ে সন্ত্রাসবাদ উসকে দেন।
মামলায় বাদী হয়েছেন ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের এসআই মোরশেদুর রহমান।