জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় তুহিন আহমেদ হত্যার ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দীন এ আদেশ দেন।
গত ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর থেকে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ ১ সেপ্টেম্বর তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক আশিক ইমাম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রোববার দিন নির্ধারণ করেন।
সেদিন কেরাণীগঞ্জ কারাগার থেকে এনামুর রহমানকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই জুলাই আন্দোলনের সময় সাভারের আর এস টাওয়ারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে আন্দোলনে যোগ দেন তুহিন আহমেদ। ওইদিন গুলিবিদ্ধ হওয়ার পর তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করেন।
রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় তুহিন আহমেদ হত্যার ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দীন এ আদেশ দেন।
গত ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর থেকে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ ১ সেপ্টেম্বর তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক আশিক ইমাম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রোববার দিন নির্ধারণ করেন।
সেদিন কেরাণীগঞ্জ কারাগার থেকে এনামুর রহমানকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই জুলাই আন্দোলনের সময় সাভারের আর এস টাওয়ারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে আন্দোলনে যোগ দেন তুহিন আহমেদ। ওইদিন গুলিবিদ্ধ হওয়ার পর তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করেন।