ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের পর প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো হবে এবং ভোট গ্রহণ শেষে ডাকযোগে তা দেশে ফেরত আনা হবে।
দেশের অভ্যন্তরে ভোটের দায়িত্বে থাকা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তবে তাদেরকেও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “নিবন্ধিত প্রবাসীরাই পোস্টাল ব্যালট পেপারে ভোট দিতে পারবেন। নিবন্ধন করে দেশে এসে কোনো প্রবাসীর ভোট দেওয়ার সুযোগ নেই।”
ইসি সচিব জানান, অ্যাপটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। নাগাদ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে, তা পরে জানানো হবে। ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার কবে পাঠানো হবে এবং কবে নাগাদ সেগুলো রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত আসবে, তা নির্বাচনি তফসিলের ওপর নির্ভর করছে।
যেভাবে ভোট, খাম ও নির্দেশনা যাবে নিবন্ধিত প্রবাসীর কাছে
ইসি সচিব বলেন, “নির্দিষ্ট সময়ে খাম পাঠানো হবে প্রবাসীদের কাছে। ব্যালট পেপারে প্রার্থীদের নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। প্রতীকের পাশে একটি ফাঁকা ঘর থাকবে। সেখানে ভোটাররা টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন।”
তিনি আরও জানান, একটি বড় খামের মধ্যে দুটি খাম পাঠানো হবে ডাক বিভাগের মাধ্যমে। ভেতরের একটি খামে থাকবে ব্যালট পেপার; আরেকটি খাম থাকবে ফাঁকা। ভোট দেওয়ার পর ব্যালট পেপার ফাঁকা খামে ভরে ফেরত পাঠাতে হবে।
ইইউ প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক রোববার
ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল মধ্য সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ছিল। সে ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ইসির সঙ্গে বৈঠক করবে তারা। নির্বাচনের আগের পরিবেশ পর্যবেক্ষণের জন্য তারা বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধি দলে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকার কথা।
ইসি সচিব বলেন, “ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক টিমের সঙ্গে ২২ সেপ্টেম্বর ইসির বৈঠক হওয়ার কথা রয়েছে।”
নির্বাচনি সরঞ্জামের কেনাকাটা শেষ হবে সেপ্টেম্বরে
ভোট সামনে রেখে নির্বাচনি সামগ্রীর মূল কেনাকাটা চলতি সেপ্টেম্বরে শেষ হচ্ছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ইতোমধ্যে মার্কিং সিল, গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান ব্যাগসহ বেশ কিছু সরঞ্জাম এসে গেছে। মোট ৭০ শতাংশ কেনাকাটা শেষ হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে চাহিদা অনুযায়ী সব সামগ্রী পৌঁছে যাবে।
অধ্যাদেশ সংশোধন অনুমোদন
নির্বাচন কমিশন সচিবালয় আইন ও নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন সংশোধন অধ্যাদেশ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে বলে জানান ইসি সচিব। নির্বাচন কর্মকর্তাদের সার্ভিস গঠনের বিষয়ে সম্মতি পাওয়া গেছে।
নতুন দল নিবন্ধন ও সংলাপসূচি চূড়ান্ত হবে কমিশন সভায়
নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এবং অংশীজনের সঙ্গে সংলাপসূচি নির্ধারণ আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে। নিবন্ধন প্রক্রিয়ায় থাকা ২২টি দলের বিষয়ে মাঠ পর্যায়ের তদন্ত শেষ হয়েছে। তিন শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের আবেদন করেছে এবং সেপ্টেম্বরের শেষে অংশীজনের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
সচিব বলেন, “সিইসি কানাডা সফর শেষে দেশে ফিরেছেন বৃহস্পতিবার। আগামী রোববার-সোমবার কমিশন সভা হতে পারে। কমিশন সভায় এসব বিষয়ে আলোচনা করে দল নিবন্ধন চূড়ান্ত, সংলাপ শুরুর নির্ধারিত তারিখ এবং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত হবে।”
সীমানা নির্ধারণ নিয়ে আদালতের দিকে তাকিয়ে ইসি
ইতোমধ্যে ৩০০ আসনের সীমানা নির্ধারণ হয়েছে। তবে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে কেউ কেউ আদালতে রিট করেছেন। বাগেরহাট ও ফরিদপুরে বিক্ষোভ হয়েছে। এ পর্যন্ত অন্তত ১৮টি রিট হয়েছে।
এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, “বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয়ে এখন কথা বলা সমীচীন হবে না।”
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের পর প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো হবে এবং ভোট গ্রহণ শেষে ডাকযোগে তা দেশে ফেরত আনা হবে।
দেশের অভ্যন্তরে ভোটের দায়িত্বে থাকা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তবে তাদেরকেও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “নিবন্ধিত প্রবাসীরাই পোস্টাল ব্যালট পেপারে ভোট দিতে পারবেন। নিবন্ধন করে দেশে এসে কোনো প্রবাসীর ভোট দেওয়ার সুযোগ নেই।”
ইসি সচিব জানান, অ্যাপটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। নাগাদ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে, তা পরে জানানো হবে। ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার কবে পাঠানো হবে এবং কবে নাগাদ সেগুলো রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত আসবে, তা নির্বাচনি তফসিলের ওপর নির্ভর করছে।
যেভাবে ভোট, খাম ও নির্দেশনা যাবে নিবন্ধিত প্রবাসীর কাছে
ইসি সচিব বলেন, “নির্দিষ্ট সময়ে খাম পাঠানো হবে প্রবাসীদের কাছে। ব্যালট পেপারে প্রার্থীদের নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। প্রতীকের পাশে একটি ফাঁকা ঘর থাকবে। সেখানে ভোটাররা টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন।”
তিনি আরও জানান, একটি বড় খামের মধ্যে দুটি খাম পাঠানো হবে ডাক বিভাগের মাধ্যমে। ভেতরের একটি খামে থাকবে ব্যালট পেপার; আরেকটি খাম থাকবে ফাঁকা। ভোট দেওয়ার পর ব্যালট পেপার ফাঁকা খামে ভরে ফেরত পাঠাতে হবে।
ইইউ প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক রোববার
ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল মধ্য সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ছিল। সে ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ইসির সঙ্গে বৈঠক করবে তারা। নির্বাচনের আগের পরিবেশ পর্যবেক্ষণের জন্য তারা বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধি দলে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকার কথা।
ইসি সচিব বলেন, “ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক টিমের সঙ্গে ২২ সেপ্টেম্বর ইসির বৈঠক হওয়ার কথা রয়েছে।”
নির্বাচনি সরঞ্জামের কেনাকাটা শেষ হবে সেপ্টেম্বরে
ভোট সামনে রেখে নির্বাচনি সামগ্রীর মূল কেনাকাটা চলতি সেপ্টেম্বরে শেষ হচ্ছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ইতোমধ্যে মার্কিং সিল, গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান ব্যাগসহ বেশ কিছু সরঞ্জাম এসে গেছে। মোট ৭০ শতাংশ কেনাকাটা শেষ হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে চাহিদা অনুযায়ী সব সামগ্রী পৌঁছে যাবে।
অধ্যাদেশ সংশোধন অনুমোদন
নির্বাচন কমিশন সচিবালয় আইন ও নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন সংশোধন অধ্যাদেশ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে বলে জানান ইসি সচিব। নির্বাচন কর্মকর্তাদের সার্ভিস গঠনের বিষয়ে সম্মতি পাওয়া গেছে।
নতুন দল নিবন্ধন ও সংলাপসূচি চূড়ান্ত হবে কমিশন সভায়
নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এবং অংশীজনের সঙ্গে সংলাপসূচি নির্ধারণ আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে। নিবন্ধন প্রক্রিয়ায় থাকা ২২টি দলের বিষয়ে মাঠ পর্যায়ের তদন্ত শেষ হয়েছে। তিন শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের আবেদন করেছে এবং সেপ্টেম্বরের শেষে অংশীজনের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
সচিব বলেন, “সিইসি কানাডা সফর শেষে দেশে ফিরেছেন বৃহস্পতিবার। আগামী রোববার-সোমবার কমিশন সভা হতে পারে। কমিশন সভায় এসব বিষয়ে আলোচনা করে দল নিবন্ধন চূড়ান্ত, সংলাপ শুরুর নির্ধারিত তারিখ এবং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত হবে।”
সীমানা নির্ধারণ নিয়ে আদালতের দিকে তাকিয়ে ইসি
ইতোমধ্যে ৩০০ আসনের সীমানা নির্ধারণ হয়েছে। তবে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে কেউ কেউ আদালতে রিট করেছেন। বাগেরহাট ও ফরিদপুরে বিক্ষোভ হয়েছে। এ পর্যন্ত অন্তত ১৮টি রিট হয়েছে।
এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, “বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয়ে এখন কথা বলা সমীচীন হবে না।”