রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও হাজারীবাগ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে ডিবি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৭ জনকে গ্রেপ্তার করেছে।
হাজারীবাগ থানা পুলিশ, সিকদার মেডিকেল কলেজের কাছে ব্যানার মিছিলের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ জনকে গ্রেপ্তার করেছে বলে বৃহস্পতিবার, (১৮ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম।
ডিবির ডিসি তালেবুর রহমান বৃহস্পতিবার জানিয়েছেন, গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, নীলফামারী ছাত্রলীগের নেতা মোস্তাফিজুর রহমান টিটু, নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইউসুফ ওরফে হৃদয়, ডেমরার আওয়ামী লীগ নেতা বাবুল, পঞ্চগড়ের আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশিদ, কবি নজরুল কলেজের ছাত্রলীগ নেতা স্বপ্নীল আহমেদ কামাল, ঢাকা দক্ষিণের ছাত্রলীগ নেতা সোহেল তাজ।
ডিবি কর্মকর্তা জানান, গতকাল বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে উত্তরা ৩নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে উত্তরখান কাঁচকুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান টিটুলকে গ্রেপ্তার করে ডিবি। এর আগে শাহবাগ থানার আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল তাজকে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
হাজারীবাগ থানার ওসি জানান, বৃহস্পতিবার, সকাল ৮টার দিকে নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা হাজারীবাগ থানাধীন সিকদার মেডিকেল কলেজের কাছে মিছিল করার প্রস্তুতির সময় গোপন খবরের ভিত্তিতে ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে ওসি সাইফুল ইসলাম মুঠোফোনে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও হাজারীবাগ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে ডিবি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৭ জনকে গ্রেপ্তার করেছে।
হাজারীবাগ থানা পুলিশ, সিকদার মেডিকেল কলেজের কাছে ব্যানার মিছিলের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ জনকে গ্রেপ্তার করেছে বলে বৃহস্পতিবার, (১৮ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম।
ডিবির ডিসি তালেবুর রহমান বৃহস্পতিবার জানিয়েছেন, গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, নীলফামারী ছাত্রলীগের নেতা মোস্তাফিজুর রহমান টিটু, নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইউসুফ ওরফে হৃদয়, ডেমরার আওয়ামী লীগ নেতা বাবুল, পঞ্চগড়ের আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশিদ, কবি নজরুল কলেজের ছাত্রলীগ নেতা স্বপ্নীল আহমেদ কামাল, ঢাকা দক্ষিণের ছাত্রলীগ নেতা সোহেল তাজ।
ডিবি কর্মকর্তা জানান, গতকাল বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে উত্তরা ৩নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে উত্তরখান কাঁচকুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান টিটুলকে গ্রেপ্তার করে ডিবি। এর আগে শাহবাগ থানার আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল তাজকে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
হাজারীবাগ থানার ওসি জানান, বৃহস্পতিবার, সকাল ৮টার দিকে নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা হাজারীবাগ থানাধীন সিকদার মেডিকেল কলেজের কাছে মিছিল করার প্রস্তুতির সময় গোপন খবরের ভিত্তিতে ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে ওসি সাইফুল ইসলাম মুঠোফোনে নিশ্চিত করেছেন।