দেশে ‘দক্ষিণপন্থী উগ্র প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক’ শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
শুক্রবার বিকেলে ঢাকায় দলের ত্রয়োদশ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী দেশসমূহ বাংলাদেশের ওপরে আধিপত্য বিস্তারে আগ্রাসী ভূমিকা নিচ্ছে।
এ পরিস্থিতিতে গণতন্ত্রের পথে হাঁটার জন্য অনতিবিলম্বে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন জরুরি হলেও কিছু মহল তা বাধাগ্রস্ত করতে চাইছে। সরকারের কোনো কোনো উপদেষ্টা এবং সরকারপন্থী রাজনৈতিক দলসমূহের ভূমিকা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে প্রশ্নবিদ্ধ করছে বলেও তিনি অভিযোগ করেন।
বৈষম্যহীন ও মুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে আশু ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণের লক্ষ্য নিয়ে এ সম্মেলন শুরু হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের পর জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় সম্মেলনের। অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আবু সাইদ।
উদ্বোধনী অধিবেশনে সিপিবি সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেন, এবারের গণঅভ্যুত্থানে গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা আবারও সামনে এসেছে। শত শত শহীদের আত্মদানে কমিউনিস্টরা যুগ যুগ ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন, এখনো নীতিনিষ্ঠ রাজনীতি ও সাধারণ মানুষের স্বার্থে কথা বলে দৃষ্টান্ত স্থাপন করছে। কংগ্রেসে আশু ও দীর্ঘমেয়াদি করণীয় সুনির্দিষ্ট করে এই লড়াই আরও বেগবান করার শপথ নেওয়া হবে।
তিনি আরও বলেন, দুর্বৃত্তায়িত অর্থনীতি-রাজনীতির অবসান ঘটিয়ে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক রাজনীতির বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা এবং বাম গণতান্ত্রিক প্রগতিশীল সরকার গঠন এখনকার জরুরি কর্তব্য। কিন্তু দেশে মৌলিক সংস্কার নিয়ে আলোচনা না হওয়ায় জনজীবনের সংকট সমাধান হচ্ছে না। এসব বিষয়ে কংগ্রেসে সুনির্দিষ্ট কর্তব্য নির্ধারণ করা হবে।
সিপিবির তথ্য অনুযায়ী, এবারের কংগ্রেসে সারা দেশ থেকে ৫৫০ জন প্রতিনিধি ও পর্যবেক্ষকসহ ৬ শতাধিক পার্টি সদস্য অংশ নিয়েছেন। ২০ থেকে ২২ সেপ্টেম্বর তোপখানা রোডের বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
---
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
দেশে ‘দক্ষিণপন্থী উগ্র প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক’ শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
শুক্রবার বিকেলে ঢাকায় দলের ত্রয়োদশ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী দেশসমূহ বাংলাদেশের ওপরে আধিপত্য বিস্তারে আগ্রাসী ভূমিকা নিচ্ছে।
এ পরিস্থিতিতে গণতন্ত্রের পথে হাঁটার জন্য অনতিবিলম্বে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন জরুরি হলেও কিছু মহল তা বাধাগ্রস্ত করতে চাইছে। সরকারের কোনো কোনো উপদেষ্টা এবং সরকারপন্থী রাজনৈতিক দলসমূহের ভূমিকা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে প্রশ্নবিদ্ধ করছে বলেও তিনি অভিযোগ করেন।
বৈষম্যহীন ও মুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে আশু ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণের লক্ষ্য নিয়ে এ সম্মেলন শুরু হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের পর জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় সম্মেলনের। অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আবু সাইদ।
উদ্বোধনী অধিবেশনে সিপিবি সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেন, এবারের গণঅভ্যুত্থানে গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা আবারও সামনে এসেছে। শত শত শহীদের আত্মদানে কমিউনিস্টরা যুগ যুগ ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন, এখনো নীতিনিষ্ঠ রাজনীতি ও সাধারণ মানুষের স্বার্থে কথা বলে দৃষ্টান্ত স্থাপন করছে। কংগ্রেসে আশু ও দীর্ঘমেয়াদি করণীয় সুনির্দিষ্ট করে এই লড়াই আরও বেগবান করার শপথ নেওয়া হবে।
তিনি আরও বলেন, দুর্বৃত্তায়িত অর্থনীতি-রাজনীতির অবসান ঘটিয়ে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক রাজনীতির বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা এবং বাম গণতান্ত্রিক প্রগতিশীল সরকার গঠন এখনকার জরুরি কর্তব্য। কিন্তু দেশে মৌলিক সংস্কার নিয়ে আলোচনা না হওয়ায় জনজীবনের সংকট সমাধান হচ্ছে না। এসব বিষয়ে কংগ্রেসে সুনির্দিষ্ট কর্তব্য নির্ধারণ করা হবে।
সিপিবির তথ্য অনুযায়ী, এবারের কংগ্রেসে সারা দেশ থেকে ৫৫০ জন প্রতিনিধি ও পর্যবেক্ষকসহ ৬ শতাধিক পার্টি সদস্য অংশ নিয়েছেন। ২০ থেকে ২২ সেপ্টেম্বর তোপখানা রোডের বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
---