জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেড় ঘণ্টার এই বৈঠকে তারা এলডিসি গ্র্যাজুয়েশন ও শ্রম আইন সংশোধনসহ ব্যবসার নানা খাতের উদ্বেগ তুলে ধরেন।
বৈঠকে বিজেএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, এমসিসিআই সভাপতি কামরান তানভীরুর রহমান, সাবেক সভাপতি তপন চৌধুরী ও নাসিম মঞ্জুর, এফবিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, প্রাণ গ্রুপের প্রধান আহসান খান চৌধুরী, বিকেএমইএ সভাপতি এম এ হাতেমসহ শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে ফখরুলের পাশাপাশি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও এসএম ফজলুল হক অংশ নেন।
বৈঠক শেষে আমীর খসরু বলেন, বাংলাদেশ এখনো এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত নয়। বর্তমান প্রেক্ষাপটে গ্র্যাজুয়েশন ব্যবসা-বাণিজ্যের জন্য সহায়ক হবে না বলে তিনি মন্তব্য করেন। তিনি জাতিসংঘকে এ বিষয়ে চিঠি দেওয়ার প্রস্তাব দেন।
বিজেএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ব্যবসায়ীদের বড় উদ্বেগ শ্রম আইন সংশোধনের প্রস্তাব নিয়ে। বিশেষ করে ২০ জন শ্রমিকের আবেদনেই ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের সুযোগ দিলে শিল্পক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ব্যবসায়ীরা আরও বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত নয়, বরং অন্তত তিন বছরের জন্য পিছিয়ে দেওয়া প্রয়োজন, কারণ বাংলাদেশ এখনো পূর্ণ প্রস্তুত নয়।
এদিকে বৈঠকের পর বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ক্যাথেরিন সিসিল এবং অন্যান্য কর্মকর্তারা।
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেড় ঘণ্টার এই বৈঠকে তারা এলডিসি গ্র্যাজুয়েশন ও শ্রম আইন সংশোধনসহ ব্যবসার নানা খাতের উদ্বেগ তুলে ধরেন।
বৈঠকে বিজেএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, এমসিসিআই সভাপতি কামরান তানভীরুর রহমান, সাবেক সভাপতি তপন চৌধুরী ও নাসিম মঞ্জুর, এফবিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, প্রাণ গ্রুপের প্রধান আহসান খান চৌধুরী, বিকেএমইএ সভাপতি এম এ হাতেমসহ শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে ফখরুলের পাশাপাশি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও এসএম ফজলুল হক অংশ নেন।
বৈঠক শেষে আমীর খসরু বলেন, বাংলাদেশ এখনো এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত নয়। বর্তমান প্রেক্ষাপটে গ্র্যাজুয়েশন ব্যবসা-বাণিজ্যের জন্য সহায়ক হবে না বলে তিনি মন্তব্য করেন। তিনি জাতিসংঘকে এ বিষয়ে চিঠি দেওয়ার প্রস্তাব দেন।
বিজেএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ব্যবসায়ীদের বড় উদ্বেগ শ্রম আইন সংশোধনের প্রস্তাব নিয়ে। বিশেষ করে ২০ জন শ্রমিকের আবেদনেই ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের সুযোগ দিলে শিল্পক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ব্যবসায়ীরা আরও বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত নয়, বরং অন্তত তিন বছরের জন্য পিছিয়ে দেওয়া প্রয়োজন, কারণ বাংলাদেশ এখনো পূর্ণ প্রস্তুত নয়।
এদিকে বৈঠকের পর বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ক্যাথেরিন সিসিল এবং অন্যান্য কর্মকর্তারা।