অন্তর্বর্তী সরকার বৈষম্য দূর করতে এসে ‘আরও বৈষম্য তৈরি করেছে’ বলে অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গতকাল রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি-এ তিনটি রাজনৈতিক নেতাদের নিয়ে গিয়ে ‘সরকার এক ধরনের বৈষম্য সৃষ্টি করেছে’ বলে মনে করেন রাশেদ খাঁন।
সোমবার, (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে নিজের ফেইসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রটেকশনের স্বার্থে নিয়ে গেছেন।
তাছাড়া সেখানে রাজনীতিকদের কোনো কাজ নাই।’ নিউইয়র্কে ইউনূসের সফর ঘিরে এরইমধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর উদ্যোগ নিয়েছে। বিপরীতে, বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সে প্রসঙ্গ ধরে রাশেদ খাঁন বলেন, ‘স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবে।
হয়তো তারা গালিগালাজ বা উপদেষ্টাদের অপদস্ত করার মতো ঘটনা ঘটাবে। ইতোমধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নিরাপত্তার জন্য ব্যানার নিয়ে নেমে গেছে। পাশাপাশি আওয়ামী লীগও আছে।
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
অন্তর্বর্তী সরকার বৈষম্য দূর করতে এসে ‘আরও বৈষম্য তৈরি করেছে’ বলে অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গতকাল রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি-এ তিনটি রাজনৈতিক নেতাদের নিয়ে গিয়ে ‘সরকার এক ধরনের বৈষম্য সৃষ্টি করেছে’ বলে মনে করেন রাশেদ খাঁন।
সোমবার, (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে নিজের ফেইসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রটেকশনের স্বার্থে নিয়ে গেছেন।
তাছাড়া সেখানে রাজনীতিকদের কোনো কাজ নাই।’ নিউইয়র্কে ইউনূসের সফর ঘিরে এরইমধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর উদ্যোগ নিয়েছে। বিপরীতে, বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সে প্রসঙ্গ ধরে রাশেদ খাঁন বলেন, ‘স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবে।
হয়তো তারা গালিগালাজ বা উপদেষ্টাদের অপদস্ত করার মতো ঘটনা ঘটাবে। ইতোমধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নিরাপত্তার জন্য ব্যানার নিয়ে নেমে গেছে। পাশাপাশি আওয়ামী লীগও আছে।