ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে গত কয়েকদিন ধরে বিভিন্নস্থানে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ হচ্ছে। এ আয়োজনে দলের ঘোষিত প্রার্থীদের পরিবর্তনের দাবি জানানো হয়। এমন বিক্ষোভ ও মিছিল-সমাবেশে বিভিন্ন স্থানে মানুষের ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার,(১৫ নভেম্বর ২০২৫) জামালপুর, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি সে এলাকায় ঘোষিত প্রার্থী পরিবর্তন করতে হবে।
সড়ক অবরোধ ও মিছিল-সমাবেশ করার কারণে তিনটি জেলাতেই বিভিন্নস্থানে যানজট তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়তে হয়েছে যানবাহনের যাত্রী ও চালকদের।
গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকে দেশের বিভিন্ন আসনে বিএনপির মনোনয়ন চেয়ে আসা নেতাদের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিতরা।
শনিবার বেলা ১১টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলা শহরের বটতলা এলাকায় প্রার্থী পরিবর্তনের দাবিতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় বিএনপির একটি পক্ষের কর্মী-সমর্থকেরা।
এ আসনে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এ ই সুলতান মাহমুদ। তবে একটি অংশ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আবদুল হালিমের মনোনয়নের দাবিতে আজকের কর্মসূচি পালন করেন।
আবদুল হালিমের সমর্থকেরা সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে ইসলামপুর সরকারি কলেজ মাঠে জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর এক কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শহরের বটতলা এলাকায় প্রধান সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আবদুল হালিমের অনুসারীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টা পর বিক্ষোভকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। উপজেলা, পৌর শহর ও ১২টি ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী এসব কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেনÑ ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী, পৌর বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন ও আবদুর রউফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক রুহুল আজম, সদস্য মো. কামরুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল করিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এমরুল হাসান প্রমুখ।
এ ব্যাপারে এ এস এম আবদুল হালিম বলেন, ‘সব আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলাম। ফ্যাসিস্ট সরকারের আমলে ১৪টি মামলার আসামি ছিলাম। সেই সময় দুর্বিষহ জীবন যাপন করেছি। ফ্যাসিস্ট সরকার দ্বারা নির্যাতনের শিকার হয়েছি। সব সময় তৃণমূল নেতাদের পাশে ছিলাম, আছি ও থাকব। পুনর্বিবেচনা হলে মনোনয়ন পেতে পারি। দলই সবার আগে।’
টাঙ্গাইল-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী ফকির মাহবুব আনাম। তার মনোনয়ন বাতিল চেয়ে শনিবার দুপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন আরেক মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলীর সমর্থকরা।
বেলা সাড়ে ১১টার দিকে মধুপুর উপজেলা সদরের ময়মনসিংহ সড়ক থেকে মোহাম্মদ আলীর সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকার আনারস চত্বরে টাঙ্গাইল-ময়মনসিংহ ও টাঙ্গাইল-জামালপুর সড়ক অবরোধ করে।
অবরোধস্থলে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরকার, সদস্য আনোয়ার হোসেন, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হবিবর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবদুল মান্নান, ধনবাড়ী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ, মধুপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, পৌরসভার সাবেক কাউন্সিলর হামিদা বেগম, উপজেলা মহিলা দলের সাবেক সদস্য সীমা খাতুন প্রমুখ।
সমাবেশ শেষে বেলা ১টায় অবরোধ তুলে নেয়া হয়। অবরোধ চলাকালে টাঙ্গাইল ময়মনসিংহ ও জামালপুর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রউফ। তার মনোনয়ন বাতিল চেয়ে শনিবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়নপ্রত্যাশী পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর অনুসারীরা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সংগীতা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নিউমার্কেট মোড় জিরো পয়েন্টে মহাসড়ক অবরোধ করেন তাজকিন আহমেদের অনুসারীরা। প্রায় এক ঘণ্টা ধরে আশাশুনি-সাতক্ষীরা, যশোর-সাতক্ষীরা ও খুলনা-সাতক্ষীরা সড়ক বন্ধ থাকায় পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন সাতক্ষীরা পৌর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অজিয়ার রহমান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিনুর রহমান, ১ নম্বর ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জাহিদুর রহমান বারী, সহ-সভাপতি মো. মাহমুদ, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান প্রমুখ।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে গত কয়েকদিন ধরে বিভিন্নস্থানে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ হচ্ছে। এ আয়োজনে দলের ঘোষিত প্রার্থীদের পরিবর্তনের দাবি জানানো হয়। এমন বিক্ষোভ ও মিছিল-সমাবেশে বিভিন্ন স্থানে মানুষের ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার,(১৫ নভেম্বর ২০২৫) জামালপুর, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি সে এলাকায় ঘোষিত প্রার্থী পরিবর্তন করতে হবে।
সড়ক অবরোধ ও মিছিল-সমাবেশ করার কারণে তিনটি জেলাতেই বিভিন্নস্থানে যানজট তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়তে হয়েছে যানবাহনের যাত্রী ও চালকদের।
গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকে দেশের বিভিন্ন আসনে বিএনপির মনোনয়ন চেয়ে আসা নেতাদের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিতরা।
শনিবার বেলা ১১টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলা শহরের বটতলা এলাকায় প্রার্থী পরিবর্তনের দাবিতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় বিএনপির একটি পক্ষের কর্মী-সমর্থকেরা।
এ আসনে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এ ই সুলতান মাহমুদ। তবে একটি অংশ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আবদুল হালিমের মনোনয়নের দাবিতে আজকের কর্মসূচি পালন করেন।
আবদুল হালিমের সমর্থকেরা সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে ইসলামপুর সরকারি কলেজ মাঠে জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর এক কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শহরের বটতলা এলাকায় প্রধান সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আবদুল হালিমের অনুসারীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টা পর বিক্ষোভকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। উপজেলা, পৌর শহর ও ১২টি ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী এসব কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেনÑ ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী, পৌর বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন ও আবদুর রউফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক রুহুল আজম, সদস্য মো. কামরুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল করিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এমরুল হাসান প্রমুখ।
এ ব্যাপারে এ এস এম আবদুল হালিম বলেন, ‘সব আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলাম। ফ্যাসিস্ট সরকারের আমলে ১৪টি মামলার আসামি ছিলাম। সেই সময় দুর্বিষহ জীবন যাপন করেছি। ফ্যাসিস্ট সরকার দ্বারা নির্যাতনের শিকার হয়েছি। সব সময় তৃণমূল নেতাদের পাশে ছিলাম, আছি ও থাকব। পুনর্বিবেচনা হলে মনোনয়ন পেতে পারি। দলই সবার আগে।’
টাঙ্গাইল-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী ফকির মাহবুব আনাম। তার মনোনয়ন বাতিল চেয়ে শনিবার দুপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন আরেক মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলীর সমর্থকরা।
বেলা সাড়ে ১১টার দিকে মধুপুর উপজেলা সদরের ময়মনসিংহ সড়ক থেকে মোহাম্মদ আলীর সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকার আনারস চত্বরে টাঙ্গাইল-ময়মনসিংহ ও টাঙ্গাইল-জামালপুর সড়ক অবরোধ করে।
অবরোধস্থলে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরকার, সদস্য আনোয়ার হোসেন, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হবিবর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবদুল মান্নান, ধনবাড়ী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ, মধুপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, পৌরসভার সাবেক কাউন্সিলর হামিদা বেগম, উপজেলা মহিলা দলের সাবেক সদস্য সীমা খাতুন প্রমুখ।
সমাবেশ শেষে বেলা ১টায় অবরোধ তুলে নেয়া হয়। অবরোধ চলাকালে টাঙ্গাইল ময়মনসিংহ ও জামালপুর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রউফ। তার মনোনয়ন বাতিল চেয়ে শনিবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়নপ্রত্যাশী পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর অনুসারীরা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সংগীতা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নিউমার্কেট মোড় জিরো পয়েন্টে মহাসড়ক অবরোধ করেন তাজকিন আহমেদের অনুসারীরা। প্রায় এক ঘণ্টা ধরে আশাশুনি-সাতক্ষীরা, যশোর-সাতক্ষীরা ও খুলনা-সাতক্ষীরা সড়ক বন্ধ থাকায় পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন সাতক্ষীরা পৌর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অজিয়ার রহমান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিনুর রহমান, ১ নম্বর ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জাহিদুর রহমান বারী, সহ-সভাপতি মো. মাহমুদ, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান প্রমুখ।