প্রতীক নিয়ে দীর্ঘ আলোচনা ও বাদ-প্রতিবাদের পর সব আনুষ্ঠানিকতা শেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একই সঙ্গে নিবন্ধনের অনুমোদন পেয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। নির্বাচন কমিশনের অনুমোদনের পর এখন অপেক্ষা শুধু প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশের।
এর মধ্যে আপত্তি ওঠায় বাংলাদেশ আমজনগণ পার্টিকে শুনানি পর্যন্ত অপেক্ষা করতে হবে। রোববার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, শর্ত পূরণ করায় দুটি দলের নিবন্ধন চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, “তারা নিবন্ধনও পাচ্ছে, প্রতীকও পেয়ে যাচ্ছে। বাংলাদেশ আমজনগণ পার্টির বিষয়টি আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করবো আমরা।”
ইসির কর্মকর্তাদের ভাষ্য, নতুন নিবন্ধন পাওয়া দলগুলোর প্রতীকসহ প্রজ্ঞাপন এবং এ সংক্রান্ত গেজেট এখন ইসি সচিবালয় প্রকাশ করবে। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতীক হিসেবে এনসিপি পাচ্ছে ‘শাপলা কলি’ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) পাচ্ছে ‘কাঁচি’।
এবার নিবন্ধনের আবেদন গ্রহণ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া পর্যন্ত মোট আট মাস সময় নিয়েছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ বছরের ১০ মার্চ নিবন্ধনে আগ্রহী নতুন দলগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। এক দফা সময় বাড়ানোর পর ২২ জুনের মধ্যে ১৪৩টি দল আবেদন জমা দেয়।
নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ১২১টি দল। বাকি ২২টি দলের বিষয়ে ইসির সংশ্লিষ্ট কমিটি সরেজমিন তদন্ত চালায়। ৩০ সেপ্টেম্বর জানানো হয়, দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং একটি দলের বিরুদ্ধে আপত্তি ওঠায় পুনরায় তদন্ত চালানো হবে।
সবশেষ ৪ নভেম্বর এনসিপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাদের বিরুদ্ধে কারো আপত্তি থাকলে ১২ নভেম্বরের মধ্যে লিখিত আবেদন দিতে বলা হয়।
সংসদ নির্বাচনে অংশ নিতে দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর এখন পর্যন্ত মোট ৫৫টি দলের নিবন্ধন রইল।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ১৬ নভেম্বর ২০২৫
প্রতীক নিয়ে দীর্ঘ আলোচনা ও বাদ-প্রতিবাদের পর সব আনুষ্ঠানিকতা শেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একই সঙ্গে নিবন্ধনের অনুমোদন পেয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। নির্বাচন কমিশনের অনুমোদনের পর এখন অপেক্ষা শুধু প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশের।
এর মধ্যে আপত্তি ওঠায় বাংলাদেশ আমজনগণ পার্টিকে শুনানি পর্যন্ত অপেক্ষা করতে হবে। রোববার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, শর্ত পূরণ করায় দুটি দলের নিবন্ধন চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, “তারা নিবন্ধনও পাচ্ছে, প্রতীকও পেয়ে যাচ্ছে। বাংলাদেশ আমজনগণ পার্টির বিষয়টি আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করবো আমরা।”
ইসির কর্মকর্তাদের ভাষ্য, নতুন নিবন্ধন পাওয়া দলগুলোর প্রতীকসহ প্রজ্ঞাপন এবং এ সংক্রান্ত গেজেট এখন ইসি সচিবালয় প্রকাশ করবে। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতীক হিসেবে এনসিপি পাচ্ছে ‘শাপলা কলি’ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) পাচ্ছে ‘কাঁচি’।
এবার নিবন্ধনের আবেদন গ্রহণ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া পর্যন্ত মোট আট মাস সময় নিয়েছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ বছরের ১০ মার্চ নিবন্ধনে আগ্রহী নতুন দলগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। এক দফা সময় বাড়ানোর পর ২২ জুনের মধ্যে ১৪৩টি দল আবেদন জমা দেয়।
নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ১২১টি দল। বাকি ২২টি দলের বিষয়ে ইসির সংশ্লিষ্ট কমিটি সরেজমিন তদন্ত চালায়। ৩০ সেপ্টেম্বর জানানো হয়, দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং একটি দলের বিরুদ্ধে আপত্তি ওঠায় পুনরায় তদন্ত চালানো হবে।
সবশেষ ৪ নভেম্বর এনসিপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাদের বিরুদ্ধে কারো আপত্তি থাকলে ১২ নভেম্বরের মধ্যে লিখিত আবেদন দিতে বলা হয়।
সংসদ নির্বাচনে অংশ নিতে দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর এখন পর্যন্ত মোট ৫৫টি দলের নিবন্ধন রইল।