আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের পরিবর্তনের দাবিতে রাজশাহীর তিনটি আসনে এবং রাজবাড়ী-১ আসনে বিক্ষোভ কর্মসূচি করছে বিএনপির নেতাকর্মীরা।
রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ, আগুন
রাজশাহী: রাজশাহীর ৬টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। ছয়টি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী তালিকা ঘিরে মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ-বিক্ষোভ ও সড়ক অবরোধে কয়েকটি আসনে তৃণমূলে ক্ষোভ বাড়ছে। তবে মনোনয়ন প্রকাশের পর থেকে বিভিন্ন আসনে ক্ষোভ, অসন্তোষ ও বিভাজন সৃষ্টি হয়েছে।
মনোনয়ন নিয়ে রাজশাহী জেলার তিনটি আসনে উত্তেজনা চরমে। রাজশাহী-১, ৩ ও ৫ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি নিয়ে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন মনোনয়ন বঞ্চিতদের অনুসারীরা। তবে রাজশাহী-২, ৪ ও ৬ আসনে দলীয় শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। এ তিনটি আসনে মনোনয়ন বিরোধী কোনো কর্মসূচি দেখা যায়নি।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফ উদ্দীনের মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। গত শুক্রবার বিকেলে গোদাগাড়ীর মহিষালবাড়ি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা। পরে মিছিল নিয়ে গোদাগাড়ী গোল চত্বরে গিয়ে রাস্তায় টায়ার জানিয়ে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে স্থানীয় প্রার্থীর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির এক পক্ষের নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে পবা উপজেলার নওহাটা বাজারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে তারা নওহাটা কলেজ মোড়ে গিয়ে সেখানে রাজশাহী-নওগাঁ মহাসড়কে শুয়ে পড়ে। ঘণ্টাব্যাপী তাদের এই কর্মসূচি চলাচালে দুই পাশে যানবাহন আটকা পড়ে যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজশাহীর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে স্থানীয় প্রার্থী দেয়া হলেও রাজশাহী-৩ আসনে বহিরাগত নেতাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। দলীয় মনোনিত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন রাজশাহী-২ (সদর) আসনের ভোটার। এ কারণে তার প্রতি তৃণমূল নেতাকর্মীদের অনাস্থা তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।
পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলাম বলেন, রাজশাহী-৩ আসন সব সময় আন্দোলনের ঘাঁটি। যারা দুঃসময়ে ছিলেন না, তাদের হঠাৎ প্রার্থী করা তৃণমূলের প্রতি অবিচার।
হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা রাজপথে মার খেয়েছি, মামলা-হামলায় জর্জরিত হয়েছি। এখন নির্বাচন এলে বহিরাগত এসে আমাদের মাথার ওপর বসবে- এটা মেনে নেয়া যায় না।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলন বলেন, ‘এই সময় যারা প্রার্থী নিয়ে এই রকম কর্মসূচি দেবেন, তারা আসলে দলের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, সেটা মনে রেখে আমি নেতাকর্মীদের উদ্দেশে বলতে চাই, সবার উচিত এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকা।’
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনেও উত্তেজনা চরমে। মনোনীত নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে বঞ্চিত প্রার্থীদের অনুসারীরা পুঠিয়া ও দুর্গাপুরে পৃথক সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে তার মনোনয়ন বাতিলের দাবি জানায়। এছাড়াও তারা শিবপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এতে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি করেছে তার সমর্থকরা। রোববার, (১৬ নভেম্বর ২০২৫) দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর গোয়ালন্দ মোড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে তারা।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপি, গোয়ালন্দ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এসময় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়াকে পুনঃবিবেচনা করে রাজবাড়ী-১ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়া, যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম ম-ল, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা মজি, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাঈদ ম-ল প্রমুখ।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ১৬ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের পরিবর্তনের দাবিতে রাজশাহীর তিনটি আসনে এবং রাজবাড়ী-১ আসনে বিক্ষোভ কর্মসূচি করছে বিএনপির নেতাকর্মীরা।
রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ, আগুন
রাজশাহী: রাজশাহীর ৬টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। ছয়টি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী তালিকা ঘিরে মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ-বিক্ষোভ ও সড়ক অবরোধে কয়েকটি আসনে তৃণমূলে ক্ষোভ বাড়ছে। তবে মনোনয়ন প্রকাশের পর থেকে বিভিন্ন আসনে ক্ষোভ, অসন্তোষ ও বিভাজন সৃষ্টি হয়েছে।
মনোনয়ন নিয়ে রাজশাহী জেলার তিনটি আসনে উত্তেজনা চরমে। রাজশাহী-১, ৩ ও ৫ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি নিয়ে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন মনোনয়ন বঞ্চিতদের অনুসারীরা। তবে রাজশাহী-২, ৪ ও ৬ আসনে দলীয় শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। এ তিনটি আসনে মনোনয়ন বিরোধী কোনো কর্মসূচি দেখা যায়নি।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফ উদ্দীনের মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। গত শুক্রবার বিকেলে গোদাগাড়ীর মহিষালবাড়ি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা। পরে মিছিল নিয়ে গোদাগাড়ী গোল চত্বরে গিয়ে রাস্তায় টায়ার জানিয়ে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে স্থানীয় প্রার্থীর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির এক পক্ষের নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে পবা উপজেলার নওহাটা বাজারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে তারা নওহাটা কলেজ মোড়ে গিয়ে সেখানে রাজশাহী-নওগাঁ মহাসড়কে শুয়ে পড়ে। ঘণ্টাব্যাপী তাদের এই কর্মসূচি চলাচালে দুই পাশে যানবাহন আটকা পড়ে যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজশাহীর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে স্থানীয় প্রার্থী দেয়া হলেও রাজশাহী-৩ আসনে বহিরাগত নেতাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। দলীয় মনোনিত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন রাজশাহী-২ (সদর) আসনের ভোটার। এ কারণে তার প্রতি তৃণমূল নেতাকর্মীদের অনাস্থা তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।
পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলাম বলেন, রাজশাহী-৩ আসন সব সময় আন্দোলনের ঘাঁটি। যারা দুঃসময়ে ছিলেন না, তাদের হঠাৎ প্রার্থী করা তৃণমূলের প্রতি অবিচার।
হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা রাজপথে মার খেয়েছি, মামলা-হামলায় জর্জরিত হয়েছি। এখন নির্বাচন এলে বহিরাগত এসে আমাদের মাথার ওপর বসবে- এটা মেনে নেয়া যায় না।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলন বলেন, ‘এই সময় যারা প্রার্থী নিয়ে এই রকম কর্মসূচি দেবেন, তারা আসলে দলের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, সেটা মনে রেখে আমি নেতাকর্মীদের উদ্দেশে বলতে চাই, সবার উচিত এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকা।’
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনেও উত্তেজনা চরমে। মনোনীত নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে বঞ্চিত প্রার্থীদের অনুসারীরা পুঠিয়া ও দুর্গাপুরে পৃথক সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে তার মনোনয়ন বাতিলের দাবি জানায়। এছাড়াও তারা শিবপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এতে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি করেছে তার সমর্থকরা। রোববার, (১৬ নভেম্বর ২০২৫) দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর গোয়ালন্দ মোড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে তারা।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপি, গোয়ালন্দ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এসময় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়াকে পুনঃবিবেচনা করে রাজবাড়ী-১ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়া, যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম ম-ল, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা মজি, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাঈদ ম-ল প্রমুখ।