ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া শেখ হাসিনার রায় একমাসের মধ্যে কার্যকর করার জন্য সময় বেধে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার বলেও মন্তব্য করেছেন দলটির শীর্ষ নেতারা।
সোমবার,(১৭ নভেম্বর ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নিয়ে গড়া দলটির নেতারা এসব কথা বলেন। বাংলামোটরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গুম এবং গণহত্যার দায়ে দণ্ডিত অপরাধী কেবল বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম।
নাহিদ বলেন, ‘খুনি, রক্তপিপাসু ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা পরিচিতি লাভ করেছে। ফলে শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে যতো স্বৈরাচার, ফ্যাসিস্ট শাসক রয়েছে, তার বিচারের এক দৃষ্টান্ত হয়ে থাকবে।’ এ সময় একমাসের মধ্যে রায় কার্যকর করার জন্য সময় বেধে দেন অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই নেতা।
নাহিদ বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি শেখ হাসিনার এই রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় কার্যকর করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা মনে করি জুলাই গণহত্যাসহ বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেসব অপরাধ সংঘটিত করেছিল, সেই বিচারের যে আন্দোলন, যে লড়াই, সেটিতে আমরা এক ধাপ এগোলাম।’ তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালেরও মৃতুদণ্ড কার্যকরের দাবি জানান।
দলটির সদস্যসচিব আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেছেন, ‘মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। এই রায় কার্যকর করার মধ্য দিয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। সরকারের প্রতি আহ্বান জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে এই রায় সরকারকে কার্যকর করতে হবে।’
ভিডিও বার্তায় শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান আখতার। তিনি বলেন, খুনি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে এদেশের বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করুন। শেখ হাসিনার রায় কার্যকরের মধ্য দিয়ে এ বিশ্বে একটা নজির তৈরি হবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া শেখ হাসিনার রায় একমাসের মধ্যে কার্যকর করার জন্য সময় বেধে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার বলেও মন্তব্য করেছেন দলটির শীর্ষ নেতারা।
সোমবার,(১৭ নভেম্বর ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নিয়ে গড়া দলটির নেতারা এসব কথা বলেন। বাংলামোটরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গুম এবং গণহত্যার দায়ে দণ্ডিত অপরাধী কেবল বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম।
নাহিদ বলেন, ‘খুনি, রক্তপিপাসু ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা পরিচিতি লাভ করেছে। ফলে শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে যতো স্বৈরাচার, ফ্যাসিস্ট শাসক রয়েছে, তার বিচারের এক দৃষ্টান্ত হয়ে থাকবে।’ এ সময় একমাসের মধ্যে রায় কার্যকর করার জন্য সময় বেধে দেন অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই নেতা।
নাহিদ বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি শেখ হাসিনার এই রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় কার্যকর করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা মনে করি জুলাই গণহত্যাসহ বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেসব অপরাধ সংঘটিত করেছিল, সেই বিচারের যে আন্দোলন, যে লড়াই, সেটিতে আমরা এক ধাপ এগোলাম।’ তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালেরও মৃতুদণ্ড কার্যকরের দাবি জানান।
দলটির সদস্যসচিব আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেছেন, ‘মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। এই রায় কার্যকর করার মধ্য দিয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। সরকারের প্রতি আহ্বান জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে এই রায় সরকারকে কার্যকর করতে হবে।’
ভিডিও বার্তায় শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান আখতার। তিনি বলেন, খুনি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে এদেশের বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করুন। শেখ হাসিনার রায় কার্যকরের মধ্য দিয়ে এ বিশ্বে একটা নজির তৈরি হবে।