আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরির লক্ষ্যে প্রচার–প্রচারণায় ২৫ কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় টিভিসি, ভিডিও ডকুমেন্টারি ও অন্যান্য প্রচারসামগ্রী তৈরির পাশাপাশি এলইডি অ্যাকটিভেশন ক্যারাভানের মাধ্যমে প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করেছে সরকার।
সময় স্বল্পতার কারণে উন্মুক্ত দরপত্র ডাকার সুযোগ নেই—এ যুক্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে এ কাজ দেওয়া হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, নভেম্বরে কাজ শুরু করার নির্দেশনা থাকায় উন্মুক্ত দরপত্র আহ্বানের পর্যাপ্ত সময় নেই। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনের ভিত্তিতে সরকারি ক্রয় বিধিমালা অনুসারে ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে সরাসরি নিয়োগ দেওয়ার প্রস্তাবটি সভায় উত্থাপন করা হয়। পর্যালোচনার পর উপদেষ্টা পরিষদ প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন দেয়।
এদিকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে যথাসময়ে চাল সংগ্রহের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩ লাখ টন চাল আমদানির উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যেই দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকা বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করার প্রস্তাব করা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি এই প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন করেছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরির লক্ষ্যে প্রচার–প্রচারণায় ২৫ কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় টিভিসি, ভিডিও ডকুমেন্টারি ও অন্যান্য প্রচারসামগ্রী তৈরির পাশাপাশি এলইডি অ্যাকটিভেশন ক্যারাভানের মাধ্যমে প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করেছে সরকার।
সময় স্বল্পতার কারণে উন্মুক্ত দরপত্র ডাকার সুযোগ নেই—এ যুক্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে এ কাজ দেওয়া হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, নভেম্বরে কাজ শুরু করার নির্দেশনা থাকায় উন্মুক্ত দরপত্র আহ্বানের পর্যাপ্ত সময় নেই। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনের ভিত্তিতে সরকারি ক্রয় বিধিমালা অনুসারে ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে সরাসরি নিয়োগ দেওয়ার প্রস্তাবটি সভায় উত্থাপন করা হয়। পর্যালোচনার পর উপদেষ্টা পরিষদ প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন দেয়।
এদিকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে যথাসময়ে চাল সংগ্রহের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩ লাখ টন চাল আমদানির উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যেই দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকা বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করার প্রস্তাব করা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি এই প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন করেছে।