বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল বোর্ড অনুমোদন দিলেই কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। দলের পক্ষ থেকে কাতার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগও তিনিই করছেন।
তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। বর্তমানে তারা সম্পূর্ণ প্রস্তুত আছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সম্পন্ন হচ্ছে।
জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনের জন্য রয়্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সব আয়োজন করা হচ্ছে—এখানে দলের আলাদা কোনো ভূমিকা নেই।
এদিকে, মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে এবং তিনি এখনো ফ্লাই করার সক্ষমতা অর্জন করেননি। এ কারণে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত বিলম্বিত হচ্ছে। গত দুই দিনে বোর্ড বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছে এবং সেগুলোর প্রতিবেদন পর্যালোচনা চলছে। গতকাল দুই দফা বৈঠকসহ প্রতিদিনই বোর্ডের সভায় তাঁর শারীরিক অবস্থার হালনাগাদ প্রতিবেদন মূল্যায়ন করা হচ্ছে।
২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও এই মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে যুক্ত আছেন।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়টি ত্বরান্বিত করতে জুবাইদা রহমান গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল বোর্ড অনুমোদন দিলেই কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। দলের পক্ষ থেকে কাতার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগও তিনিই করছেন।
তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। বর্তমানে তারা সম্পূর্ণ প্রস্তুত আছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সম্পন্ন হচ্ছে।
জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনের জন্য রয়্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সব আয়োজন করা হচ্ছে—এখানে দলের আলাদা কোনো ভূমিকা নেই।
এদিকে, মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে এবং তিনি এখনো ফ্লাই করার সক্ষমতা অর্জন করেননি। এ কারণে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত বিলম্বিত হচ্ছে। গত দুই দিনে বোর্ড বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছে এবং সেগুলোর প্রতিবেদন পর্যালোচনা চলছে। গতকাল দুই দফা বৈঠকসহ প্রতিদিনই বোর্ডের সভায় তাঁর শারীরিক অবস্থার হালনাগাদ প্রতিবেদন মূল্যায়ন করা হচ্ছে।
২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও এই মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে যুক্ত আছেন।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়টি ত্বরান্বিত করতে জুবাইদা রহমান গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন।