চকরিয়ার কৈয়ারবিলে পথসভায় বক্তব্য দিচ্ছেন সালাহউদ্দিন আহমেদ -সংবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন হবে না। এটি বিশ্ব স্বীকৃত ও প্রশংসনীয় একটি নির্বাচন হবে। এই নির্বাচন হবে বাংলাদেশ পরিবর্তনের সূচনাকারী নির্বাচন। বাংলাদেশ আজ গণতন্ত্রের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে।
চকরিয়ায় বিশাল নারী সমাবেশ ও পথসভা
বিএনপির নির্বাচনী ইস্তেহার হবে আগামী বাংলাদেশের জনগণের মুক্তির সনদ
বাংলাদেশ আজ গণতন্ত্রের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই
এই গণতন্ত্র ফিরে পেতে ২০২৪ সাল পর্যন্ত জনগণকে অপেক্ষা করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে ও গণঅভ্যুত্থান করতে হয়েছে। এখন আমরা ভোটাধিকার ফেরত পেয়েছি কিন্তু প্রয়োগ করতে পারিনি।’ আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই। তাই এই নির্বাচনে স্বাধীনভাবে ভোটাধিকার নিশ্চিত করতে জণগণই তাদের ভোট পাহারা দেবে।
শনিবার,(০৬ ডিসেম্বর ২০২৫) সকালে নিজের নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত বিশাল নারী সমাবেশ ও পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি এদিন কৈয়ারবিল ছাড়াও বরইতলী, লক্ষ্যারচর, কাকারা ও ফাসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্থিত্ব বিশ্বাস করতো না। তাই যারা এখনও আওয়ামী লীগ করেন তাদের কাছে জানতে ইচ্ছে করে, আপনাদের নেত্রী সদলবলে ভারতে পালিয়ে যাবার পরেও কোন কারণে আপনারা আওয়ামী লীগ করবেন। তিনি বলেন, দেশের গনতন্ত্রকামী মানুষের প্রত্যাশা, শহীদের প্রত্যাশা অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। এ দেশে নারীর প্রতিনিধিত্ব থাকবে উল্লেখযোগ্য হারে। নারীদের নেতৃত্ব বিকশিত হবে।
আসন্ন নির্বাচনে যারা অন্য কোনো মার্কায় ভোট দিলে তর-তরিয়ে বেহেস্তে চলে যাবে বলে প্রচারণা করছে, বলে বেড়াচ্ছে, এটা কখনো আপনারা বিশ্বাস করবেন না। এটি তাদের নির্বাচনী কৌশল মাত্র। বিএনপি আপনাদের সবার সমমর্যাদায় বিশ্বাস করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহার হবে এদেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির সনদ। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে এদেশের গণমানুষের মুক্তির সনদ মিলবে।
সালাহউদ্দিন আহমেদ সমাবেশে নারীদের উদ্দেশে বলেন, আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের ভালোবাসায় আছি, ছিলাম ও থাকতে চাই। আর কোনোদিন ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের সংগ্রাম করতে হবে না। আমি আপনাদের পরীক্ষিত বন্ধু, নতুন করে পরীক্ষা দিতে হবে বলে আমি নিজে মনে করিনা, তাই আপনারা আমার পক্ষে ঘরে ঘরে ধানের শীষে প্রতীকে ভোট চাইবেন। আপনারা সবাই আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। শনিবার, সকালে তিনি নির্বাচনী প্রচারণার পঞ্চমদিনে চকরিয়া উপজেলার কৈয়ারবিল, লক্ষ্যারচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ, পথসভা করেছেন। এ সময় নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে তাকে একপলক দেখার জন্য উচ্ছ্বাসিত জনতার সরব উপস্থিতি বেশ লক্ষণীয়। মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে পথসভাগুলোতে যোগ দিচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেকাব উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাস্টার আবু ইউসুফের সঞ্চালনায় ইসলামনগরে আয়োজিত পথসভায় আরও বক্তব্য দেন- সালাহউদ্দিন আহমেদের সহধর্মিণী সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদ, কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্পাদক শফি উল্লাহ শফি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এম ওমর আলী, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবদলের সভাপতি মো. জাকারিয়া, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি অভি প্রমুখ।
তার আগে সালাহউদ্দিন আহমেদ ধারাবাহিকভাবে গতকাল শনিবার দুপুরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ করেন এবং একাধিক পথসভায় বক্তব্য দেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
চকরিয়ার কৈয়ারবিলে পথসভায় বক্তব্য দিচ্ছেন সালাহউদ্দিন আহমেদ -সংবাদ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন হবে না। এটি বিশ্ব স্বীকৃত ও প্রশংসনীয় একটি নির্বাচন হবে। এই নির্বাচন হবে বাংলাদেশ পরিবর্তনের সূচনাকারী নির্বাচন। বাংলাদেশ আজ গণতন্ত্রের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে।
চকরিয়ায় বিশাল নারী সমাবেশ ও পথসভা
বিএনপির নির্বাচনী ইস্তেহার হবে আগামী বাংলাদেশের জনগণের মুক্তির সনদ
বাংলাদেশ আজ গণতন্ত্রের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই
এই গণতন্ত্র ফিরে পেতে ২০২৪ সাল পর্যন্ত জনগণকে অপেক্ষা করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে ও গণঅভ্যুত্থান করতে হয়েছে। এখন আমরা ভোটাধিকার ফেরত পেয়েছি কিন্তু প্রয়োগ করতে পারিনি।’ আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই। তাই এই নির্বাচনে স্বাধীনভাবে ভোটাধিকার নিশ্চিত করতে জণগণই তাদের ভোট পাহারা দেবে।
শনিবার,(০৬ ডিসেম্বর ২০২৫) সকালে নিজের নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত বিশাল নারী সমাবেশ ও পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি এদিন কৈয়ারবিল ছাড়াও বরইতলী, লক্ষ্যারচর, কাকারা ও ফাসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্থিত্ব বিশ্বাস করতো না। তাই যারা এখনও আওয়ামী লীগ করেন তাদের কাছে জানতে ইচ্ছে করে, আপনাদের নেত্রী সদলবলে ভারতে পালিয়ে যাবার পরেও কোন কারণে আপনারা আওয়ামী লীগ করবেন। তিনি বলেন, দেশের গনতন্ত্রকামী মানুষের প্রত্যাশা, শহীদের প্রত্যাশা অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। এ দেশে নারীর প্রতিনিধিত্ব থাকবে উল্লেখযোগ্য হারে। নারীদের নেতৃত্ব বিকশিত হবে।
আসন্ন নির্বাচনে যারা অন্য কোনো মার্কায় ভোট দিলে তর-তরিয়ে বেহেস্তে চলে যাবে বলে প্রচারণা করছে, বলে বেড়াচ্ছে, এটা কখনো আপনারা বিশ্বাস করবেন না। এটি তাদের নির্বাচনী কৌশল মাত্র। বিএনপি আপনাদের সবার সমমর্যাদায় বিশ্বাস করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহার হবে এদেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির সনদ। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে এদেশের গণমানুষের মুক্তির সনদ মিলবে।
সালাহউদ্দিন আহমেদ সমাবেশে নারীদের উদ্দেশে বলেন, আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের ভালোবাসায় আছি, ছিলাম ও থাকতে চাই। আর কোনোদিন ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের সংগ্রাম করতে হবে না। আমি আপনাদের পরীক্ষিত বন্ধু, নতুন করে পরীক্ষা দিতে হবে বলে আমি নিজে মনে করিনা, তাই আপনারা আমার পক্ষে ঘরে ঘরে ধানের শীষে প্রতীকে ভোট চাইবেন। আপনারা সবাই আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। শনিবার, সকালে তিনি নির্বাচনী প্রচারণার পঞ্চমদিনে চকরিয়া উপজেলার কৈয়ারবিল, লক্ষ্যারচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ, পথসভা করেছেন। এ সময় নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে তাকে একপলক দেখার জন্য উচ্ছ্বাসিত জনতার সরব উপস্থিতি বেশ লক্ষণীয়। মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে পথসভাগুলোতে যোগ দিচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেকাব উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাস্টার আবু ইউসুফের সঞ্চালনায় ইসলামনগরে আয়োজিত পথসভায় আরও বক্তব্য দেন- সালাহউদ্দিন আহমেদের সহধর্মিণী সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদ, কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্পাদক শফি উল্লাহ শফি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এম ওমর আলী, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবদলের সভাপতি মো. জাকারিয়া, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি অভি প্রমুখ।
তার আগে সালাহউদ্দিন আহমেদ ধারাবাহিকভাবে গতকাল শনিবার দুপুরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ করেন এবং একাধিক পথসভায় বক্তব্য দেন।