আমি সকলের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমার এ নতুন জীবন আপনাদের উৎসর্গ করলাম। দীর্ঘ একমাস পর চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বাচনী জনসংযোগে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী পথসভায় এ কথা বলেন।
গতকাল রোববার বিকেল সাড়ে তিনটায় গাড়ি বহর নিয়ে বোয়ালখালীতে জনসংযোগ শুরু করেন এরশাদ উল্লাহ। এসময় কধুরখীল চৌধুরী হাট, চরণদ্বীপ ভরাপুকুর পাড়, মসজিদ ঘাট, পোপাদিয়া বাইগ্যার টেক ও শ্রীপুর নুরুল্লাহ মুন্সির হাটে আয়োজিত পথ সভায় বক্তব্য রাখেন তিনি।কধুরখীল চৌধুরী হাটে পথসভায় তিনি বলেন আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে প্রথম পদক্ষেপ হবে কালুরঘাট সেতু দৃশ্যমান করা। গত ৫ নভেম্বর নগরীতে জনসংযোগকালে তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
এসময় গাড়িবহরে ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, পৌর বিএনপি সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ্ চৌধুরী আবু আকতারসহ হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।