সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

নতুন জোট ‘এনডিএফ’, নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ

image
সোমবার গুলশানে ইমানুয়েলস পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির দুই অংশের নতুন জোট ঘোষণা করা হয়। ঘোষণা দেন একাংশের সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ অন্য অংশের নেতৃত্বে রয়েছে আনোয়ার হোসাইন মঞ্জু -সংবাদ

নতুন জোট ‘এনডিএফ’, নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। কয়েক ভাগে বিভক্ত জাতীয় পার্টির দুটি অংশের নেতৃত্বে গঠিত এই জোটের নাম রাখা হয়েছে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি)-সহ ২০টি দল আছে এই জোটে। সোমবার,(০৮ ডিসেম্বর ২০২৫) ঢাকার গুলশানে ‘ইমানুয়েলস পার্টি সেন্টারে’ সংবাদ সম্মেলন করে নতুন জোটের ঘোষণা দেন আনিসুল ইসলাম মাহমুদ।

পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে দেশ স্বাধীন করে আমরা কোনো ভুল করি নাই: জোটের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু

আমাদের নামে মিথ্যা (হত্যা) মামলা দিয়ে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে না: জোটের সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ

জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নতুন জোট গড়ার ঘোষণা দেওয়ার পরদিনই এনডিএফ জোটের ঘোষণা এলো।

নতুন (এনডিএফ) জোটের প্রধান উপদেষ্টা করা হয়েছে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে। সভাপতি হয়েছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মুখপাত্র হয়েছেন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এ ছাড়া ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গড়া নতুন দল জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ারকে জোটের প্রধান সমন্বয়ক করা হয়েছে।

তিন খণ্ডে বিভক্ত জাতীয় পার্টির তিন অংশই দলের প্রতীক লাঙ্গল নিজেদের বলে দাবি করে আসছে। এরমধ্যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জিএম কাদেরের অংশ বর্তমানে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত। আর এরশাদের স্ত্রী রওশন এরশাদ দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলাদা হওয়ার পর নীরব থাকলেও এখন তার অংশটি বলছে, তারাই লাঙলের ‘একমাত্র দাবিদার’।

জি এম কাদেরের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার সুযোগে গত ৯ আগস্ট ‘ঐক্য সম্মেলন’ করে আলাদা হয়ে যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা। রওশনের অংশ থেকে বেরিয়ে কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলাও তাদের সঙ্গে যোগ দেন।

এর আগেও জাতীয় পার্টিতে একাধিকবার ভাঙন হয়েছে। তার মধ্যে ১৯৯৭ সালে আনোয়ার হোসেন মঞ্জু ও শেখ শহিদুল ইসলামের নেতৃত্বে দ্বিতীয় দফার ভাঙন হয়। তখন থেকেই আলাদাভাবে রাজনীতি করে আসছে এ অংশটি। জাতীয় পার্টি ভেঙে বাংলাদেশ জাতীয় পার্টি করেছিলেন প্রয়াত রাজনীতিবিদ নাজিউর রহমান মঞ্জু। আবার কাজী জাফর আহমেদও জাতীয় পার্টি গঠন করেছিলন, যা পরিচিতি পায় জাতীয় পার্টি (জাফর) নামে।

*ভুল করি নাই*

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্যে এনডিএফের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘দেশ স্বাধীন করে আমরা কোনো ভুল করি নাই। হয়তো আমার কাছে আপনারা যা আশা করেছিলেন, সম্পূর্ণ আমি করতে পারি নাই বা আমরা পারি নাই। এর অর্থ এই নয় যে, আমরা পরাজিত- আমরা পাকিস্তান আমলে ভালো ছিলাম। এ কথা আপনি আমাকে দিয়ে বলাতে পারেন না, পারবেন না।’

শেখ হাসিনার সরকারে মন্ত্রীত্ব পাওয়া এই রাজনীতিক বলেন, ‘একটা দেশ হবে, সে দেশের মানুষ নির্ভয়ে বসবাস করবে। কিন্তু দুঃখজনক হলো, ৫৪ বছরের মধ্যে অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে, কিন্তু সবাই দেশবাসীকে ভয় দেখায়া দেশ পরিচালনা করার নীতি গ্রহণ করেছে। এটার কোনো পরিবর্তন হয় নাই। এখানে আবার দেশে যে কিছু হয় নাই, এটাও সত্য নয়। ৫৪ বছরে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে, অবকাঠামোতে যে পরিবর্তন হয়েছে; অনেক বিদেশিরা এবং দেশে যারা সুস্থ মস্তিষ্কের মানুষ- তারা আশ্চর্য হয়ে যায়, এটা আমরা কীভাবে করলাম!’

*‘সব চোর ছিল’*

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আজকে ৬৮ হাজার গ্রামের সঙ্গে রাজধানীর সংযোগ স্থাপিত হয়েছে। ...গুলশানসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এত বড় বড় উচ্চ অট্টালিকা নির্মিত হয়েছে, এগুলো বাঙালি মালিকের। অতএব পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে আমরা ভুল করেছিলাম- এটা মনে করার কোনো কারণ নাই। যদিও একথা সত্য- আমরা নিজেদেরই নিজে অপমান করি, আমরা নিজেরাই নিজেদের চোর বলি।’

তিনি বলেন, “... কোন সাল থেকে শুরু করবো? জিয়াউর রহমান সাহেব আসলেন, একটা পরিবর্তন, চেইন অব চেঞ্জেসের ভেতর থেকে; কী? ‘আগে সব চোর ছিল’। যদিও জিয়াউর রহমান সাহেব এটা কম বলতেন। তারপরে এরশাদ সাহেব আসলেন, ‘সব চোর ছিল’। তারপরে নির্বাচন হলো, আইসা ‘সব চোর ছিল’।”

সমালোচনার একপর্যায়ে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘এক অত্যন্ত জ্ঞানী লোক, আমাদের অর্থমন্ত্রী ছিলেন। তিনি পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছেন, ‘কী করুম? আমি সব ঠিক করে দেই, ঠিকঠাক করে থুয়ে যাই; আওয়ামী লীগ আইসে সব নষ্ট করে দিয়েছে’। আবার আওয়ামী লীগ আইসা কী বলে? ‘সব ঠিক করে দিয়েছিলাম, কিন্তু বিএনপি আইসা সব নষ্ট করে দিয়েছে’। তাহলে এগুলো কে করছে শালার বেটারা? এগুলো কে করছে, বাংলাদেশের আজকের পরিবর্তন দেখ, সমালোচনা কর। কোনো সরকার নাই যে- সরকারের সমালোচনা করা যায় না। ওই ট্রাম্প সরকারেরও সমালোচনা হয়। তো সেজন্য বলি, বি পজেটিভ। আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি, এটা সত্য নয়। কিন্তু আরেকটু ভালো করতে পারতাম।’

*নিয়ন্ত্রিত নির্বাচন*

এনডিএফের সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ অনুষ্ঠানে বলেন, ‘আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমান অবস্থা যদি চলে... এই মব নিয়ন্ত্রিত একটা নির্বাচন আমরা দেখতে পাব। মানুষ চাচ্ছে পরিবর্তন, আপনারা পরিবর্তন দেন; মানুষ গ্রহণ করবে। আমরা যদি আবার ভুল করি, আমি আপনাদের নিশ্চিত করতে পারি যেই ফ্যাসিস্ট ফ্যাসিজমের ব্যাপারে, সেই ফ্যাসিস্ট সরকারই আবার প্রতিষ্ঠিত হবে। কারণ নির্বাচনে গণতন্ত্রের প্রথম স্তম্ভ...নির্বাচন যদি ঠিক না হয় ফ্যাসিজম আসবেই, কেউ বন্ধ করতে পারবে না।’

তিনি বলেন, ‘আসুন আমরা সবাই মিলে এবং যেসব রাজনৈতিক দল আছেন, আমরা সবাই মিলে সরকারকে বলি- এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য; নির্বাচন নিরপেক্ষ করার জন্য, নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য, নির্বাচনকে স্বচ্ছ করার জন্য...আজকে আমার বিরুদ্ধে মামলা, আমি নাকি মার্ডার করেছি। কোনদিন? যেদিন আমি বঙ্গভবনে বসে আছি আর সেনাসদরে গিয়েছি সেইদিন নাকি; সেইদিন নাকি আমরা আমি আমার এলাকায় মার্ডার করেছি। ঢাকায় মার্ডার করেছি। সরকার, আমি কোথায় ছিলাম- পুলিশ কর্মকর্তারা জানেন না? আমি কোথায় ছিলাম, চুন্নু সাহেব কোথায় ছিলেন? হাওলাদার সাহেব কোথায় ছিলেন? আজকে এই মিথ্যা মামলা নিয়ে আমি নির্বাচন করলে, আপনি একদিকে বলবেন- একটা নিরপেক্ষ নির্বাচন করবেন আর আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনি শ্রেষ্ঠ নির্বাচন করতে চান। সুতরাং এখনও সময় আছে; এই জিনিসগুলো ঠিক করেন।’

তিনি মিথ্যা মামলার অভিযোগ তুলে বলেন, ‘এমন পরিবেশে ন্যায়সংগত নির্বাচন সম্ভব নয়।’ সংবাদ সম্মেলন থেকে তিনি জোটের শরিক দল জনতা পার্টির মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদের মুক্তির দাবি জানান।

জোটের মুখপাত্র রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করবে। কাউকে বাদ দিয়ে নির্বাচন করলে তা স্থায়িত্ব পাবে না। অতীত অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।’

এনডিএফ জোটের শরীক দলগুলো হলো, জোটভুক্ত দলগুলো হলো- জাতীয় পার্টি (আনিসুল), জাতীয় পার্টি (জেপি), জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবারপার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্র্যাটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্র্যাটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।

*সাত দফা*

সংবাদ সম্মেলনে এনডিএফ জোটের তরফে সাত দফা দাবি তুলে ধরা হয়- ১. অন্তর্বর্তী সরকারকে আগামী দুই মাসে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারে পরিণত হতে হবে। হয়রানিমূলক মামলা তুলে নিয়ে ভোটে অংশগ্রহণের সমান সুযোগ সৃষ্টি করতে হবে। ২. জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা ও সংস্কার উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। ৩. একটি ভয়হীন, নিরাপদ ও কার্যকর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। ৪. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ, দখলবাজ- যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

৫. নিত্যপণ্যের দাম কমাতে হবে। ৬. স্বনির্ভর অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর জরুরি ভিত্তিতে মনোযোগ দিতে হবে। ৭. দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

‘রাজনীতি’ : আরও খবর

» সংসদ নির্বাচন ও গণভোট: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি’: দাবি জামায়াতে ইসলামীর

» ঐক্যবদ্ধ না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: নেতাকর্মীদের তারেক

» একটি দল ‘ধর্মের ট্যাবলেট’ বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন

» সকলের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এরশাদ উল্লাহ

» বিএনপি ক্ষমতায় গেলে ‘এনইআইআর নীতিমালা’ রিভিউ করা হবে: আমীর খসরু

» এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট

» ‘সামনে কঠিন সময় আসছে, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টানাই বিএনপির অঙ্গীকার’

» তারেক রহমানের অভিযোগ: ‘যাদের আবার দেখার কথা বলা হচ্ছে, দেশ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

» ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়াল ইসি

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ

» আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি