image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

‘নির্বাচন যত সহজ ভাবছেন তা নয়’, নেতাকর্মীদের সতর্ক করলেন তারেক রহমান

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ‘যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না’ বলে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষায় গণতন্ত্রই একমাত্র পথ, আর সেই ভিত্তি মজবুত করতে হবে বিএনপিকেই।

বৃহস্পতিবার, (১১ ডিসেম্বর ২০২৫) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘এক বছর, সোয়া বছর আগে যে কথাটি বলেছিলাম যে সামনের নির্বাচন যা ভাবছেন তা নয়। আজকে আস্তে আস্তে আমার কথাটা প্রমাণিত হচ্ছে।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখনও যদি সবাই সিরিয়াস না হন, তবে ভবিষ্যতে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। একমাত্র গণতন্ত্রই দেশকে বাঁচাতে পারে এবং বিএনপির প্রতিটি নেতাকর্মীকেই সেই গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হবে।

বিএনপির শীর্ষ এই নেতা জানান, বিএনপি কেবল স্বপ্ন দেখায় না, বাস্তবায়ন করে। বিএনপির পরিকল্পনাগুলো জানাতে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার নির্দেশ দেন তিনি। তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দলীয় সরকার হবে না। যারা বিএনপিকে ভোট দিয়েছেন, তাদের পাশাপাশি যারা ভোট দেননি, তাদের জন্যও কাজ করতে হবে। নির্দিষ্ট কারও জন্য কাজ করা যাবে না।’

নির্বাচনের আর বেশি সময় নেই উল্লেখ করে তারেক রহমান নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘দল যার হাতে ধানের শীষ দিয়েছে, তাদের পক্ষে থাকতে হবে। প্রার্থী আসবে, প্রার্থী পরিবর্তন হবে, তবে দল ও আদর্শ রয়ে যাবে।’ তিনি আরও বলেন, অন্য দলগুলো মিথ্যা বলে বিভ্রান্ত করার চেষ্টা করলেও বিএনপির মিথ্যা বলার প্রয়োজন নেই; বাস্তবভিত্তিক পরিকল্পনাগুলো জনগণের কাছে তুলে ধরাই যথেষ্ট। প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগের বিষয়ে কথা বলতে গিয়ে তারেক রহমান বলেন, কিছু ব্যক্তি মসজিদে গিয়ে কথা বলছেন। তিনি প্রশ্ন রাখেন, ‘তারা যদি বলতে পারেন, আপনি কেন বলতে পারবেন না? বললে সবাই বলবেন, না বললে কেউ বলতে পারবেন না।’ তিনি স্পষ্ট করেন, নিয়ম থাকলে তা সবার জন্য প্রযোজ্য হতে হবে; বিশেষ কারও জন্য সুযোগ আর কারও জন্য নিষেধাজ্ঞা এমনটি হতে পারে না।

‘রাজনীতি’ : আরও খবর

» নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো

» নির্বাচনকে ‘সবচেয়ে কঠিন লড়াই’ বললেন ফখরুল

সম্প্রতি