image

শরীফ ওসমান বিন হাদির আততায়ী ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

নির্বাচন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও অবৈধ অস্ত্র উদ্ধারে আলোচনা

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারি যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিসহ অন্যান্য যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছে। বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রকাশ্য দিবালোকে গুলি, আইসিইউতে চিকিৎসাধীন হাদি

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলের পেছনে বসা এক আততায়ী তাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে, যা তার মাথায় লাগে।

গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করে খুলি খুলে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা আশঙ্কাজনক।

হামলাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আশা করছি, অতি দ্রুত সময়ের মধ্যেই আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারব। এই হামলার সঙ্গে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আমরা জনগণের সার্বিক সহযোগিতা পাব বলে দৃঢ় বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস হিসেবে দেখছি। নির্বাচন বানচাল করার যেকোনো ধরনের চেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে।”

জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় বিশেষ কমিটি

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে একটি ছোট কমিটি গঠন করা হয়েছে, যারা ঝুঁকি মূল্যায়ন করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটি পরিস্থিতি অ্যাসেস করে ব্যবস্থা নেবে।”

অবৈধ অস্ত্র উদ্ধারে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ টু’

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই অভিযান আরও জোরদার করতে ‘ফ্যাসিস্ট-সন্ত্রাসীদের দমন’ উদ্দেশ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ টু’ অবিলম্বে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনী প্রার্থীদের অস্ত্র লাইসেন্সের সুযোগ

সংসদ নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এতদিন অস্ত্র ইস্যুর ক্ষেত্রে শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবে এবং তারা যদি অস্ত্রের জন্য আবেদন করে, তাদেরও লাইসেন্স দেওয়া হবে।”

তিনি আরও জানান, “যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং যাদের অস্ত্র আমাদের কাছে জমা রয়েছে, সেগুলোও তাদের ফেরত দেওয়া হবে।”

সন্দেহভাজন ধরতে অভিযান চলমান

ওসমান হাদির ওপর হামলার সন্দেহভাজনকে ধরার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আসামি ধরার প্রক্রিয়া চলমান রয়েছে। আপনাদের সহযোগিতায় খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করতে পারব বলে আমরা আশাবাদী।”

তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

দীর্ঘ দেড় দশক ধরে যুক্তরাজ্যে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। যত ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, আমরা নেব এবং তার নিরাপত্তা নিশ্চিত করব।”

‘রাজনীতি’ : আরও খবর

» বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

সম্প্রতি