বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার সকালে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।
জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সকাল ৯টার দিকে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। যোগদান অনুষ্ঠানের ছবিও পোস্টের সঙ্গে যুক্ত করা হয়।
অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বলেন, তিনি ‘ফুল দিয়ে’ জামায়াতে যোগ দিয়েছেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জামায়াতের নিয়মনীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকারও করেন।
জামায়াতে যোগদানের পর দলের আমির শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ ‘নেক হায়াত’ কামনা করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। তিনি বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-২ আসন থেকে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় আসনটি শুধু কটিয়াদী উপজেলা নিয়ে গঠিত ছিল; পরবর্তীতে এতে পাকুন্দিয়া উপজেলাও যুক্ত করা হয়। তিনি স্থানীয়ভাবে মেজর রঞ্জন নামে পরিচিত এবং একসময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন।
একাদশ জাতীয় সংসদের বিতর্কিত নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পুলিশের সাবেক আইজি নৌকার প্রার্থী নূর মোহাম্মদের কাছে পরাজিত হন।
দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ড এবং দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের অভিযোগে বিভিন্ন সময়ে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তাকে বেশ কয়েকবার বহিষ্কার করা হয়েছে। সর্বশেষ তাকে দলীয় ‘শৃঙ্খলা-পরিপন্থী’ কর্মকাণ্ডে জড়িত থাকার তাকে বেশ কয়েকবার বহিষ্কার করা হয়েছে। সর্বশেষ তাকে দলীয় ‘শৃঙ্খলা-পরিপন্থী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে।
বহিষ্কারের পরও তিনি বিভিন্ন সময় সমসাময়িক ইস্যুতে টক শো ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন। এই প্রেক্ষাপটেই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলেন।
সারাদেশ: দশমিনায় আমন ধানের নমুনা শস্য কর্তন