image

শরীফ ওসমান বিন হাদির স্বাস্থ্যঝুঁকি এখনো গুরুতর

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড। শনিবার বিকালে হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউর সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবালের পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বার্তায় বলা হয়, হাদির চিকিৎসায় হাসপাতালের বিভিন্ন বিভাগের ১৩ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করে বোর্ড জানায়, অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং এখন কনজারভেটিভ পদ্ধতিতে তার চিকিৎসা পরিচালনা করা হচ্ছে। ব্রেইন প্রটেকশন প্রটোকল মেনে অন্যান্য সব ধরনের সহায়তা চালিয়ে যাওয়া হবে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে মস্তিষ্কের আবারও সিটি স্ক্যান করা হতে পারে।

ব্রেইন স্টেমে আঘাতের কারণে হাদির রক্তচাপ ও হৃদস্পন্দন অস্বাভাবিক ওঠানামা করছে। রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা জারি থাকবে এবং হৃদস্পন্দন আরও কমে গেলে সাময়িকভাবে পেস মেকার বসানোর জন্য একটি দল প্রস্তুত রাখা হয়েছে। তার ফুসফুসেও আঘাত রয়েছে এবং চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প পরিমাণে রক্ত আসছে। ফুসফুসে সংক্রমণ বা এআরডিএস যেন না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রেখে ভেন্টিলেটর সহায়তা চলবে।

বার্তায় আরও বলা হয়, কিডনির কার্যকারিতা কিছুটা ফিরে এসেছে এবং ফ্লুইড ব্যালেন্স ঠিক রেখে এটিকে স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে। আগে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যে যে অসামঞ্জস্যতা (ডিআইসি) দেখা দিয়েছিল, তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এ বিষয়ে সার্বক্ষণিক নজরদারি চালিয়ে রক্ত ও রক্তের উপাদান সরবরাহ করতে হবে।

মেডিকেল বোর্ড হাদির প্রাথমিক চিকিৎসা শুরুর দায়িত্ব পালনকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দলকে ধন্যবাদ জানিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর এলাকার একটি পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। একটি চলন্ত অটোরিকশায় থাকা অবস্থায় আরেকটি চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী তার মাথায় গুলি করে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এক দফা অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলের চিকিৎসকদের ধারণা, গুলিটি হাদির মাথা ভেদ করে বেরিয়ে গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন (মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন হাদি। এ জন্য তিনি প্রতি শুক্রবার জনসংযোগ কার্যক্রম চালাতেন। গত শুক্রবার দুপুরে মতিঝিলের একটি মসজিদে প্রচার শেষে সহকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজের জন্য ব্যাটারি চালিত রিকশায় করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে বক্স কালভার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে এবং তার সম্পর্কে তথ্য চেয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে খুঁজতে পুলিশ তৎপরতা চালাচ্ছে। সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে। এছাড়া হামলাকারীকে গ্রেপ্তার বা ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

‘রাজনীতি’ : আরও খবর

» বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

সম্প্রতি