image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হাদির হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মহাদেবপুরে বিক্ষোভ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নওগাঁর মহাদেবপুরে উপজেলা বিএনপি এবং ধানের শীষের সমর্থক গোষ্ঠী পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি এবং এর অব্যবহিত পরেই উপজেলা সদরের হানিফ কাউন্টারের মোড় থেকে অপর বিক্ষোভ মিছিল বের হয়।

প্রথম বিক্ষোভে গত নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ধানের শীষের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও এবার মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেটের নেতৃত্বাধীন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গত নির্বাচনে ধানের শীষের প্রার্থী, এবারও মনোনয়নপ্রত্যাশী জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আকতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনির নেতৃত্বাধীন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একসাথে অংশ নেন। পরের বিক্ষোভে এবারের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলের নেতৃত্বাধীন নেতাকর্মীরা অংশ নেন। উভয় বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‘রাজনীতি’ : আরও খবর

» নির্বাচনে দুই শক্তির মুখোমুখি লড়াই হবে: মির্জা ফখরুল

সম্প্রতি