সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজলের ব্যক্তিগত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার, (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া সেন্টার পয়েন্ট এলাকায় জনতা ব্যাংক সংলগ্ন সরকার মার্কেটে এ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক। তিনি বলেন, ছাত্রদল অতীতেও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতেও দেশ ও জনগণের স্বার্থে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও সচেতনভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামছুল ইসলাম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার রোম বাদশা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান ও যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, নতুন এই কার্যালয় উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শেষে বেগম জিয়া ও আহত শরিফ ওসমান হাদিসহ সকল জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন প্রভাষক এম আব্দুল্লাহ সরকার।
অনুষ্ঠানে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অর্থ-বাণিজ্য: মোবাইল আমদানিতেও কর ‘ছাড় দিতে রাজি’ এনবিআর
অপরাধ ও দুর্নীতি: জয়পুরহাটে নভেম্বর মাসে ১,৪৩৩ অভিযানে ১১ লাখ টাকার পণ্য জব্দ
অর্থ-বাণিজ্য: ফের পতন শেয়ারবাজারে, কমেছে লেনদেনও