image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রংপুরের দুই আসনে জাপার প্রার্থী ঘোষণা

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক , রংপুর

রংপুর-৩ বা সদর আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে দলের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

আর রংপুর-৪ আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব রহমানকে প্রার্থী ঘোষণা দেয়া হয়েছে। গতকাল রোববার রংপুর জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় সর্বসম্মত সিদ্ধান্তে এ ঘোষণা দেয়া হয়। সভা সুত্রে জানা গেছে, রংপুরের বাকি ৪টি আসনে স্থানীয় উপজেলা ও ইউনিয়ন কমিটির লিখিত সুপারিশের ওপর ভিত্তি করে প্রার্থী ঘোষণা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু। আর আগামীকাল ঢাকায় সারাদেশের জাতীয় পার্টির জেলা ও মহানগর নেতাদের নিয়ে বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। সভা সূত্রে জানা গেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরের ৬টি আসনে কাদের এমপি হিসেবে মনোনয়ন দেয়া যায় সেটা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেয়া হয়। রংপুরের বাকি ৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা দেয়া না হলেও উপজেলা ও তৃণমূল নেতাদের মতামত এবং সভা করে স্ব স্ব আসনের উপজেলার বর্ধিত সভা করে প্রার্থীদের নাম সুপারিশ করে জেলা কমিটির কাছে ২ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

সভা সূত্রে জানা গেছে রংপুর-১ আসনে ব্যারিস্টার মঞ্জুম আলীকে দলীয় মনোনয়ন দেবার জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নাম প্রস্তাব করেন। রংপুর-২ আসনে ৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়েছেন বলে জানা গেছে। তারা হলেন সাবেক এমপি আনিসুল ইসলাম মণ্ডল, মোকাম্মেল হোসেন অ্যাডভোকেট ও রানা। আর রংপুর ৫ আসনে জাতীয় পার্টি নেতা শিল্পপতি ফকরুজ্জামান জাহাঙ্গীর এবং রংপুর ৬ আসনে পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুর আলম যাদু দলীয় মনোনয়ন চেয়েছেন।

তবে সাবেক জাপা নেতা ও আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল রংপুর-৬ আসনে জাতীয় পার্টি থেকে এমপি পদে মনোনয়ন চেয়েছেন। তিনি আবারো জাতীয় পার্টিতে যোগ দিবেন বলে জানা গেছে।

প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাপার আহ্বায়ক আজমল হোসেন লেবু জানান দুই আসনের প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেয়া হয়েছে। বাকি ৪টি আসনে তৃণমূল নেতাদের মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

তিনি জানান ১৭ ডিসেম্বর ঢাকায় জাতীয় পার্টি জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেখানে সারাদেশের জাতীয় পার্টির জেলা ও মহানগর কমিটির সভাপতি, সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের ডাকা হয়েছে। ওই সভায় ৩শ’ আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জানান জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে এটা নিশ্চিত।

‘রাজনীতি’ : আরও খবর

» বুদ্ধিজীবী হত্যা: এবার ‘পার্শ্ববর্তী দেশকে’ দায়ী করলেন বিএনপি নেতা

সম্প্রতি