image

মঙ্গলবার লন্ডনে তারেক রহমানের জনসভা, দেশে ফেরার আগে শেষ কর্মসূচির আভাস

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার লন্ডনে এক আলোচনা সভা ও জনসমাবেশে যোগ দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে দেশে ফেরার আগে লন্ডনে এটিই হতে যাচ্ছে তারেক রহমানের সর্বশেষ জনসভা।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে বিজয় দিবস উপলক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন যে, আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবন শেষ করে তার এ প্রত্যাবর্তনের আগে লন্ডনের এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানিয়েছেন, দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের সম্ভাব্য এ শেষ জনসভায় অংশ নিতে সবাই অপেক্ষা করছেন। অনুষ্ঠানটি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

‘রাজনীতি’ : আরও খবর

» বুদ্ধিজীবী হত্যা: এবার ‘পার্শ্ববর্তী দেশকে’ দায়ী করলেন বিএনপি নেতা

সম্প্রতি