ঢাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে তার আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হলেও এখনো সে পর্যায়ের শারীরিক সক্ষমতা তৈরি হয়নি বলে জানিয়েছেন সিঙ্গাপুরে অবস্থানরত তার ভাই।
সংকটজনক অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য মঙ্গলবার বিকেলে তার ভাইয়ের বরাতে জানায় ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুরে নেওয়ার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর হাদির শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটলেও বর্তমানে তা স্থিতিশীল অবস্থায় রয়েছে।
ওই পোস্টে বলা হয়, “আরেকটি অপারেশনের প্রয়োজন রয়েছে, তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি।”
উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে শরীফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিঙ্গাপুরে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির জানান, সংগঠনের ফেসবুক পেজে নিয়মিতভাবে হাদির অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া শরীফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের উদ্দেশ্যে বিজয়নগর এলাকায় গেলে তিনি সশস্ত্র হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চলন্ত একটি রিকশায় থাকা অবস্থায় হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। হামলাকারী একটি চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থেকে গুলি চালায়। গুলিটি হাদির মাথায় লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে অস্ত্রোপচার করা হয়। পরে রাতেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় চিকিৎসকরা তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে জানিয়েছিলেন।