image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মাদারগঞ্জে আ’লীগ নেতাদের বিএনপিতে যোগদান ঘিরে বিতর্ক

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী কৃষক লীগের দুই নেতা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

এ বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে।

যোগদানকৃতরা হলেন- মাদারগঞ্জ পৌর এলাকার বাসিন্দা ও ৫নং ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু, একই এলাকার বাসিন্দা ও শহর কৃষকলীগের সদস্য মোশারফ হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের নির্দেশনা না থাকলেও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খাঁন ওই দুই নেতাকে ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তাই এ বিষয় টি মাদারগঞ্জ বিএনপি নেতা কর্মীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি কর্মী বলেন, যারা দীর্ঘদিন আওয়ামী লীগ করে নানা সুবিধা নিয়েছে, তারাই এখন আবার নতুন দলে এসে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আদর্শহীন লোকদের এভাবে দলে নেওয়া হলে ত্যাগী নেতাকর্মীরা অবমূল্যায়িত হবে।

এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন—দলের আদর্শ, ত্যাগ ও আন্দোলনের ইতিহাসকে পাশ কাটিয়ে কীভাবে বিতর্কিত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, দলের উচ্চপর্যায়ের নির্দেশনা ছাড়া এ ধরনের যোগদান গ্রহণযোগ্য নয়। তারা বিষয়টি দ্রুত দলীয় ফোরামে উত্থাপন করে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান।

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে জরিমানা

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের রতনকান্দি গ্রামে অবস্থিত একটি জর্দা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধভাবে হাকিমপুরী জর্দা উৎপাদনের দায়ে কারখানার মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গত বুধবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিহা তাসমিন উপস্থিত ছিলেন। এছাড়া সলঙ্গা থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রদীপ কুমার দত্ত অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন করে আসছিলেন। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এমন কার্যক্রম পরিচালনার অভিযোগে তাকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেকোনো ধরনের অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর উৎপাদন কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘রাজনীতি’ : আরও খবর

» কথিত ‘আওয়ামীপন্থী’ ডিনদের পদত্যাগের দাবীতে রাকসুর জিএস আম্মারের আলটিমেটাম

সম্প্রতি