ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জরুরি অস্ত্রোপচার সিঙ্গাপুরেই করার অনুমতি দিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি বর্তমানে ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের অংশ হিসেবে তিনি বিজয়নগর এলাকায় গেলে তার ওপর হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চলন্ত একটি রিকশায় থাকা অবস্থায় হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। হামলাকারী একটি চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। গুলিটি হাদির মাথায় লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদির অবস্থা পর্যবেক্ষণ শেষে বুধবার রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। এ সময় তিনি জানান, হাদির শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’।
বৃহস্পতিবার বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক বিবৃতিতে সবাইকে দোয়ার আহ্বান জানিয়ে বলা হয়, “আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন। আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণের দাবিতে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”
একই সঙ্গে ইনকিলাব মঞ্চ জানায়, “খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক দেশে ফিরিয়ে আনতে হবে।”
বিজ্ঞান ও প্রযুক্তি: টেইক অফ ইস্তাম্বুল ২০২৫ এ বাক্কো’র অংশগ্রহণ
বিজ্ঞান ও প্রযুক্তি: টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন