image

ওসমান হাদিকে বাঁচানো গেল না: সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়কের মৃত্যু

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

এক সপ্তাহ আগে ভোটের প্রচারে গিয়ে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঢাকায় হাদির অস্ত্রোপচারে অংশ নেওয়া নিউরোসার্জন আব্দুল আহাদ বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাদের কাছে হাদির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একই সময়ে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাঈদ হাসান বলেন, “হাদি আর নাই।”

হাদির মৃত্যুর খবর নিশ্চিত করে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এক বার্তায় বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও ফেসবুকে এক পোস্টে হাদির মৃত্যুর খবর জানান। তিনি লেখেন, “আবরার, আবু সাঈদদের মতো হাদী না থেকেও আরো বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদী!”

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে তিনি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আততায়ী তাকে গুলি করে। গুলিটি হাদির মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে দেখে এসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার রাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির শারীরিক অবস্থার কথা জানান। তিনি বলেন, হাদির অবস্থা ছিল ‘অত্যন্ত সংকটাপন্ন’।

বৃহস্পতিবার বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে জানানো হয়, ওসমান হাদি ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন এবং সিঙ্গাপুরেই তার অস্ত্রোপচারের জন্য পরিবারের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে। এদিন উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকেও তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুসংবাদ আসে।

শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই শোক জানানো হয়। একই সঙ্গে হাদির মৃত্যুতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি শোক প্রকাশ করেছে।

এদিকে হাদির মৃত্যুর প্রেক্ষাপটে কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সম্প্রচার করবে। জানা গেছে, রাত ১১টা ২০ মিনিটে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

‘রাজনীতি’ : আরও খবর

» তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর পরিদর্শনে বিএনপি

» সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

সম্প্রতি