image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নড়াইলে বিএনপির প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, নড়াইল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল-১ আসনে (কালিয়া উপজেলা ও সদরের আংশিক) বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আসজাদুর রহমান মিঠু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়াদাত কবির রুবেলসহ অনেকে।

এ ব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল বলেন, নড়াইল-১ আসনে দলীয় প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের জন্য আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আশা করছি, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা জাহাঙ্গীর আলমকে বিজয়ী করবেন। তিনি দীর্ঘ ৩২ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে আছেন। নেতাকর্মীসহ সাধারণ মানুষের পাশে আছেন। আমরা সবার কাছে দোয়া প্রার্থী। আশা করছি সবাই পাশে থাকবেন।

‘রাজনীতি’ : আরও খবর

» সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

সম্প্রতি