তারেক রহমানের দেশে ফেরা: ট্রাভেল পাস পেয়েছেন, নির্ধারিত তারিখে ফিরবেন বলে বিএনপি নিশ্চিত

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ট্রাভেল পাস পেয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। দেড় যুগেরও বেশি সময় বিদেশে অবস্থান শেষে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে তারেক রহমানের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তারেক রহমান গতকাল ট্রাভেল পাসের জন্য আবেদন করেছিলেন এবং সেটি ইস্যু করা হয়েছে। বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, দেশে ফেরার সকল প্রস্তুতি ও পরিকল্পনা নির্ধারিত সময় অনুযায়ী এগোচ্ছে এবং তারেক রহমান ইতিমধ্যে ট্রাভেল পাস সংগ্রহ করেছেন।

২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তারের পর মুক্তি পেয়ে তারেক রহমান যুক্তরাজ্যে চলে যান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তার মা ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারাভোগের দিন তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে লন্ডন থেকে ভার্চুয়ালি দলের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি।

খালেদা জিয়া ২০২০ সালে সরকারি শর্তসাপেক্ষে মুক্তি পেলেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে পারেননি। গত আগস্ট মাসে রাষ্ট্রপতির মওকুফ ও পরে উচ্চ আদালতের রায়ে তার সম্পূর্ণ মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো থেকে খালাস পাওয়ার পরই তার দেশে ফেরার পথ সৃষ্টি হয়।

বিএনপি গত মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে, যাতে তারেক রহমানকে বগুড়া-৬ আসনে দলীয় প্রার্থী হিসেবে দেখানো হয়। এ ঘোষণার পর থেকেই তার দেশে ফেরার সম্ভাবনা জোরালো হতে থাকে। তবে নভেম্বর মাসে খালেদা জিয়ার অসুস্থতা বেড়ে যাওয়ায় এবং তারেক রহমানের একটি ফেইসবুক পোস্টে মায়ের কাছে যাওয়া নিয়ে নিয়ন্ত্রণবিহীনতার ইঙ্গিত দেয়ায় পরিস্থিতি কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তারেক রহমানের পাসপোর্ট না থাকলেও ট্রাভেল পাসের জন্য আবেদন করলে সেটি ইস্যু করা হবে।

খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া এবং তিনি ঢাকার হাসপাতালেই থাকার পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে ফেরার তারিখ ঘোষণা করেন। বিমানবন্দরে তার সংবর্ধনার ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে, গত মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ দিবসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তারেক রহমান প্রবাসী বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, "২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি দেশে ফিরে যাব। সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি। আপনারা দয়া করে দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।"

বর্তমানে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান বাংলাদেশে রয়েছেন। তারেক রহমানের জন্য ঢাকায় বাসা ও অফিস গোছানোর কাজও চলছে বলে জানা গেছে।

‘রাজনীতি’ : আরও খবর

» সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

সম্প্রতি