নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধন সংক্রান্ত দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে আমজনতার দলকে নিবন্ধন সনদ দিয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরযুক্ত নিবন্ধন সনদটি দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে হস্তান্তর করা হয়।
এর আগে, গত ১৫ ডিসেম্বর দলটির নিবন্ধন বিষয়ে উত্থাপিত দুটি দাবি-আপত্তির ওপর শুনানি করে নির্বাচন কমিশন। ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অধ্যায় ৬এ-এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে আমজনতার দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।
রবিবার নিবন্ধন পাওয়ার পর নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, ‘‘আমরা কোনও জোটে যাবো না, এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবো।’’
এর আগে, গত ৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় তারেক রহমানের আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কারও আপত্তি রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে আপত্তি আসায় দলটির শুনানি করে সন্তুষ্ট হয়ে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেয়।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের ফটকের সামনে ‘নিবন্ধনের দাবিতে আমরণ অনশন’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান দীর্ঘ প্রায় ১৩৪ ঘণ্টা অনশন করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর তিনি অনশন ভঙ্গ করেন।
সারাদেশ: শেরপুরে ফুলকপির কেজি ২ টাকা!