সোমবার সকালে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর পক্ষে তার ভাতিজা এ কে এস জামান সম্রাট মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করা হয়।
বিকালে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের এ তথ্য নিশ্চিত করেছেন।
গত আগস্ট মাসে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান ও মুজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান করে ‘জাতীয় পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়। পরবর্তীতে জাতীয় পার্টি (মঞ্জু) সহ অন্যান্য সমমনা দলগুলিকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ গঠন করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের সহযোগী হিসেবে চুন্নুর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। সে সময় করিমগঞ্জ ও তাড়াইলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর থেকে তিনি নির্বাচনী এলাকায় যাননি।
কিশোরগঞ্জ-৩ আসন থেকে মুজিবুল হক চুন্নু ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বিভিন্ন মেয়াদে মন্ত্রী এবং বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহাসচিবের দায়িত্বও সামলেছেন।
সারাদেশ: খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করলো বাংলালিংকের প্রধান নির্বাহী