বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
জমিয়তে উলামায়ে ইসলামকে বরাদ্দকৃত আসনগুলো হলো সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারী-১ ও নারায়ণগঞ্জ-৪। সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী প্রার্থী হবেন।
বিএনপির মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলামকে ‘সর্বপ্রাচীন দল’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, উল্লেখিত চারটি আসনে বিএনপি নিজেদের কোনো প্রার্থী দাখিল করবে না, এবং বাকী সকল আসনে জমিয়তও তাদের প্রার্থী রাখবে না। ঐ চার আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা তাদের নিজস্ব দলীয় প্রতীক ‘খেজুরগাছ’-এ নির্বাচন করবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী উপস্থিত ছিলেন।
সারাদেশ: মোংলায় চোলাই মদসহ স্বামী স্ত্রী আটক