লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করেছে। দলটির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ রাজধানীর মগবাজারে দলের কার্যালয়ে বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে এলডিপি এককভাবে নির্বাচন করবে। দলের যেসব প্রার্থী নির্বাচনে ইচ্ছুক, তারা প্রস্তুতি নেবেন।
বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়াকে এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেন অলি আহমদ। তিনি জানান, বিএনপির কাছে আসন বণ্টনের জন্য একটি শর্টলিস্ট পাঠানো হয়েছিল। তবে বিএনপি মাত্র একটি আসন দেওয়ার প্রস্তাব করে, যা দলের টিকে থাকার জন্য পর্যাপ্ত নয়। তিনি বলেন, ৮ থেকে ৯টি আসন দিলে দলটি টিকে যেতে পারত।
অলি আহমদ দাবি করেন, বিএনপির সঙ্গে মনোনয়ন নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তিনি নিজে বিএনপির শীর্ষ নেতাদের কাছে মনোনয়নের তালিকা পাঠালেও কোনো সাড়া পাননি।
এদিকে, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগপত্র জমা দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তাকে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। অলি আহমদ বলেন, রেদোয়ান আহমেদের পদত্যাগপত্র তার কাছে এখনো পৌঁছেনি।
দলের ভবিষ্যৎ সম্পর্কে অলি আহমদ বলেন, এলডিপির জন্ম সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হয়েছে। দলটি সেই লক্ষ্যেই অনড় রয়েছে এবং তারা দলটিকে বিলুপ্ত হতে দিতে চান না।
রাজনীতি: এলডিপির এককভাবে নির্বাচনের ঘোষণা