image

আলী রীয়াজ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীর সই করা এক চিঠিতে এ নিয়োগের তথ্য জানানো হয়।

সরকার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। আলী রীয়াজ এর আগে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। গত অক্টোবরে ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে; এই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই মাসে জাতীয় সনদ প্রণয়ন করেছিল।

জুলাই মাসে জাতীয় সনদ প্রণয়নের পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাকে তার বিশেষ সহকারী হিসেবে নির্বাচিত করেন।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জ-৫: বিএনপির প্রার্থিতা নিয়ে নাটকীয়তার পর বিভ্রান্তি

সম্প্রতি