image
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে কীভাবে আগুন, রাষ্ট্রকে খুঁজে বের করতে হবে: সারা হোসেন

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে আগুনের ঘটনাটি রাষ্ট্রের গুরুত্ব দিয়ে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। তিনি বলেন, সেখানে কীভাবে আগুন লাগলো। এমন মর্মান্তিক ঘটনা কেন ঘটলো, কেউ জড়িত কিনা, সেটি রাষ্ট্রকে খুঁজে বের করতে হবে। কেউ আগুন দিয়ে থাকলে, সেটা গুরুতর অপরাধ।

বুধবার, (২৪ ডিসেম্বর ২০২৫) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বেলাল হোসেনের মেয়ে সালমা আক্তার স্মৃতিকে (১৭) নাগরিক সমাজের পক্ষ থেকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সারা হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন কাজী জাহেদ ইকবাল, ফারহানা শারমীন ও মানজুর-আল-মতিন।

সালমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে সারা হোসেন বলেন, তার (সালমা) শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এটা মারাত্মক অবস্থা। ঘটনার বিষয়ে সালমা বলেছে, সেই রাতে সে ঘুমিয়েছিল। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ তার ঘুম ভাঙে। সে দেখে, চারপাশে আগুন। ঘর থেকে বের হওয়ার পর সেখানে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শুনতে পায় সে।

ঘরে কেউ আগুন দিয়ে থাকলে তা গুরুতর অপরাধ বলে উল্লেখ করেন সারা হোসেন। তিনি বলেন, এ ঘটনায় রাষ্ট্রের পক্ষ থেকে সবধরনের আইনি পদক্ষেপ নেয়া উচিত। যদি পরিবারটির আইনগত সহায়তার প্রয়োজন হয়, তবে তা করা হবে।

সারা হোসেন বলেন, এ ঘটনায় সালমার আরেক বোন দগ্ধ হয়ে হাসপাতালে আছে। বাবাও অসুস্থ হয়ে চিকিৎসাধীন। পরিবারটির সঙ্গে কথা বলতে তারা লক্ষ্মীপুরে যাবেন।

গত শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় বেলালের ঘরে আগুনের ঘটনা ঘটে। বেলাল লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

বেলালের অভিযোগ, দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে তার ঘরে আগুন দেয়া হয়। আগুনে পুড়ে বেলালের সাত বছর বয়সী মেয়ে আয়েশা আক্তারের মৃত্যু হয়।

এ ঘটনায় বেলাল, তার দুই মেয়ে বীথি আক্তার (১৪) ও সালমা (১৭) দগ্ধ হয়। বীথি ও সালমাকে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার পর সারাদেশে ব্যাপক প্রতিবাদ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ক্ষোভ জানান।

এর মধ্যে গত শনিবার পুলিশ বলে, আগুনের ঘটনায় নাশকতার কোনো ‘বিশ্বাসযোগ্য’ আলামত পায়নি তারা। যদিও গত সোমবার ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি তালা উদ্ধার করে পুলিশের একটি দল।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন বেলাল।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি