বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণ সংবর্ধনায় তার বক্তব্যে বলেছেন, বাংলাদেশের যে কোনো মানুষ নিরাপদ থাকুক এটাই তার চাওয়া।
সব বিশৃঙ্খলা পরিহার করে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ঢাকার পূর্বাচলের ৩০০ ফিটে সংবর্ধনাস্থলে পৌঁছে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দুপুর পৌনে চারটার দিকে সমাবেশস্থলে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় চার ঘণ্টা পর তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান তিনি।
সেখানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন ।
তারেক রহমান বলেন, বাংলাদেশ নিয়ে তার একটি পরিকল্পনা রয়েছে। সবাইকে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যাবে। আধিপত্যবাদ এখনও তৎপর রয়েছে সেটি মোকাবেলা করতে হবে যেকোনো মূল্যে। তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের, নব্বই এর আন্দোলনে এবং ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন। তিনি যেকেনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।
সারাদেশ: বোয়ালখালীতে ইউনিয়ন ভূমি অফিসে চুরি
সারাদেশ: নোয়াখালীতে ১০ নারীকে সম্মাননা প্রদান
সারাদেশ: শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সারাদেশ: শীতে কাহিল উত্তরের জনজীবন