বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৩ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।
ঢাকায় পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ব্যাপক জনসমাগমে একটি সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এরপর তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যান। সেখানেও তাকে দেখতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে।
হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মীদের কেউ কেউ তারেক রহমানের ছবি সংবলিত টিশার্ট পরে ও দলীয় পতাকা হাতে অবস্থান নেন। স্থানটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
সেখানে যুবদলের এক কর্মী মো. জুলহাস বলেন, "নেতার আগমন উপলক্ষে আমরা অনেক খুশি। নেতার জন্য অপেক্ষায়। আমাদের থানা থেকে অনেকে এসেছেন।"
বগুড়ার গাবতলী থেকে আসা সত্তরোর্ধ্ব আব্দুল হাই সকাল থেকেই এভারকেয়ারের সামনে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, "আমরা জানি উনারা সম্ভ্রান্ত পরিবারের। তাদের সুনাম অনেক। ৩০০ ফিটে অনেক ভিড়, তাই নেতাকে দেখতে এখানে অপেক্ষা করছি।"
অর্থ-বাণিজ্য: অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কাগজশিল্প
অর্থ-বাণিজ্য: হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি অনেক বেড়েছে
অর্থ-বাণিজ্য: ইজিসিবির শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ ঘোষণা
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩.৪ শতাংশ বৃদ্ধি