দেড় যুগের নির্বাসন ভেঙে দেশে ফেরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, “তার এই আগমন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করার পাশাপাশি রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে।” তারেক রহমানের দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনাও করেছেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত বার্তায় জিএম কাদেরের বক্তব্য তুলে ধরা হয়।
আওয়ামী লীগ আমলে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি ছিল প্রধান বিরোধী দল। নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতা এবং সংসদে ভূমিকার জন্য এইচ এম এরশদ প্রতিষ্ঠিত এ দল ‘গৃহপালিত বিরোধী দলের’ তকমা পায়।
চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাতীয় পার্টিকে তার ‘খেসারত’ দিতে হচ্ছে।
অর্থ-বাণিজ্য: অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কাগজশিল্প
অর্থ-বাণিজ্য: হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি অনেক বেড়েছে