বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার ধানমন্ডিতে শ্বশুরবাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে সময় কাটিয়েছেন। শুক্রবার বিকালে তিনি মাহবুব ভবনে’ যান, যা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসা। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান সাবেক এই নৌপ্রধানের ছোট মেয়ে।
গুলশানের নিজ বাসা থেকে বিকাল ৫টার দিকে তিনি মাহবুব ভবনে পৌঁছান। সেখানে তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু এবং জুবাইদার বড় বোন শাহিনা জামান বিন্দু অবস্থান করছিলেন। বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তাদের বরাতে জানা যায়, সেখানে তিনি কয়েক ঘণ্টা স্বজনদের সাথে কাটান।
এসময় বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রাণিপ্রেমী তারেক রহমান’ শিরোনামে একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, একটি ছোট নেট দিয়ে ঘেরা ঘরের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে বিড়ালদের আদর করছেন তারেক রহমান। লন্ডনে দীর্ঘ সময় থাকাকালীন তিনি একজন প্রাণিপ্রেমী ব্যক্তি হিসেবে পরিচিত। লন্ডনে তার মেয়ে জাইমা রহমানের একটি বিড়াল রয়েছে, যার নাম ’জেবু’।
গত ২৫ ডিসেম্বর, ১৭ বছর পর নির্বাসন থেকে ফিরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে পৌঁছান তারেক রহমান। সকাল ১১টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি ঢাকার ৩০০ ফুট সড়ক এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে তার মা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান এবং শেষে গুলশানের নিজ বাসায় ফেরেন।
দেশে ফেরার পরের দিন, শুক্রবার সকালে তিনি ভোটার হালনাগাদের কাজ সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দলের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ শরীফ ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে সদ্য সমাপ্ত শ্বশুরবাড়ি সফরে যান তিনি।