আগামী সংসদ নির্বাচনে অংশ না অংশগ্রহন করবে না বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ। গতকাল শনিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় সাংবাদিকদের কাছে পাঠানো হয়। দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মুঠোফোনে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সত্যটা স্বীকার করে বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বর্ধিত সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।