ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে আগেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
একই আসন থেকে এবার মনোনয়ন ফরম সংগ্রহ করলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। এ নিয়ে এ আসনে বিএনপির পক্ষে দুটি মনোনয়ন উত্তোলন করা হল।
শনিবার, (২৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে তার পক্ষে নেতাকর্মীরা মনোনয়নপত্র উত্তোলন করেন বলে জানান গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান। এর আগে রোববার বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার গাবতলী উপজেলা। এখান থেকে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেই বিপুল ভোটে বিজয়ী হয়। এ আসনে এবার বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানী।
মনোনয়নপত্র উত্তোলনের বিষয়ে মোর্শেদ মিল্টনের কাছে জানতে চাইলে তিনি বলেন,‘এর আগেও একবার আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
আমি হাই কমান্ডের নির্দেশেই মনোনয়ন উত্তোলন করেছি। বাকিটা হাই কমান্ড নির্ধারণ করবে।’ এ বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।