image
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৩ আসনেও মনোনয়ন ফরম নিলেন আসিফ মাহমুদ

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১০ আসনের পর এবার কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে গত বুধবার কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার বাসিন্দা রমজানুল করিম মনোনয়ন সংগ্রহ করলেও বিষয়টি অনেকটাই গোপন ছিল।

শনিবার, (২৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক। এছাড়া কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলীও বিষয়টি নিশ্চিত করেছেন।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুর রহমান বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এনসিপি নেতা মিনহাজুল হক বলেন, ‘আসিফ মাহমুদ আমাদের জাতীয় পরিচয়পত্র পাঠলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আমরা আশাবাদী তিনি মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।’

রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্রের রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর লেখা হয়েছে। এর আগে গত সোমবার ধানমন্ডি থানার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন আসিফ মাহমুদ। তবে মুরাদনগরে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, শনিবার (গত) দুপুর পর্যন্ত জেলার ১১টি আসনে ১০৬টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপি থেকে সর্বাধিক ২৭টি, জামায়াতে ইসলামী ১১টি এবং স্বতন্ত্র ২১টিসহ অন্য দল রয়েছে।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি