image

এনসপি থেকে যারা পদত্যাগ করেছেন

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

এনসিপিতে সাম্প্রতিক সময় রাজনৈতিক উদ্যোগ, সম্ভাব্য জোট (যেমন জামায়াত-সম্পর্কিত ইস্যু) ও অভ্যন্তরীণ বিতর্কের কারণে দলের অনেক নেতা পদত্যাগ করছেন বা দলের কাঠামো থেকে বেরিয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক পদত্যাগ

ডা. তাসনিম জারা — সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করেছেন এবং এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন

তাজনূভা জাবীন — এনসিপি থেকে পদত্যাগ করেছেন এবং আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা করেছেন

আগের সময়ে পদত্যাগকারী নেতারা হচ্ছেনে:

মির আরশাদুল হক — কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করেছেন এবং বিএনপি’কে সমর্থন জানান।

মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ — এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে পদ থেকে ইস্তফা দিয়েছেন।

মেজর (অব.) মো. সালাউদ্দিন — কেন্দ্রীয় সদস্য হিসেবে পদত্যাগ করেছেন।

আরিফুল ইসলাম তালুকদার — কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চল সংগঠকের পদ থেকে পদত্যাগ করেছেন।

বিভিন্ন জেলা ও যুব শাখার নেতারা — নবগঠিত কমিটি থেকে কয়েকজন (যেমন ইয়াছিন আরাফাত ইত্যাদি) পদত্যাগ করেন।

‘রাজনীতি’ : আরও খবর

» আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম

» জামায়াতের সঙ্গে ‘আদর্শিক ঐক্য হয়নি’, এটি ‘নির্বাচনী সমঝোতা’: নাহিদ

» ১০ মাসেই এনসিপিতে ফাটল, একে একে জ্যেষ্ঠ নেতাদের পদত্যাগ

সম্প্রতি