image

তাসনিম জারার স্বাক্ষর সংগ্রহে স্থানীয়দের ‘স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ’

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। সে লক্ষ্যে রোববার, (২৮ ডিসেম্বর ২০২৫) থেকে এই আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তিনি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। এর মধ্যেই তাসনিম জারাকে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।

খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। আরপিও অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য এই আসনে তাসনিম জারাকে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।

রোববার বেলা ১১টা থেকে ঢাকা-৯ আসনভুক্ত দুটি এলাকায় বুথ বসিয়ে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেন তাসনিম জারা। একটি বুথ বসানো হয়েছে খিলগাঁওয়ের তালতলা মার্কেটসংলগ্ন ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীত পাশে। অন্যটি বাসাবো বালুর মাঠে।

তাসনিম জারার স্বাক্ষর সংগ্রহের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত স্থানীয় একজন সমর্থক সংবাদিকদের বলেন, ‘এলাকার ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এসে স্বাক্ষর দিচ্ছেন। বিকেলের মধ্যে দুই হাজারের বেশি সই পাওয়া গেছে। স্বাক্ষর সংগ্রহ চলবে রাত ১০টা পর্যন্ত।’ তার আশা, আগামীকাল দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় সই সংগ্রহ হয়ে যাবে।

ঢাকার এই আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে মানুষের কাছ থেকে ৪৭ লাখ টাকা তুলেছেন এই চিকিৎসক। কিন্তু এনসিপির সঙ্গে জামায়াতের আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর গতকাল শনিবার এনসিপি থেকে পদত্যাগ করেন জারা।

পরে এক ফেইসবুক পোস্টে তিনি লিখেন, ‘বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো।’ স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে যারা তাকে দেয়া অর্থ ফেরত পেতে চান, তাদের তা ফেরত দেবেন বলেও জানান তিনি।

‘রাজনীতি’ : আরও খবর

» আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম

» জামায়াতের সঙ্গে ‘আদর্শিক ঐক্য হয়নি’, এটি ‘নির্বাচনী সমঝোতা’: নাহিদ

» ১০ মাসেই এনসিপিতে ফাটল, একে একে জ্যেষ্ঠ নেতাদের পদত্যাগ

সম্প্রতি