image

এনসিপির জ্যেষ্ঠ নেতা সামান্তা শারমিনের জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দলটির সঙ্গে জামায়াতে ইসলামীর নির্বাচনী জোট কিংবা আসন সমঝোতার বিষয়ে স্পষ্ট আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের সমঝোতা এনসিপিকে কঠিন মূল্য দিতে বাধ্য করবে।

জামায়াতের সঙ্গে আসন সমঝোতার আলোচনা নিয়ে এনসিপির অভ্যন্তরে দ্বন্দ্ব এবং পদত্যাগের ঘটনা চলাকালে, সামান্তা শারমিন রোববার সকালে তার ফেসবুক আইডিতে একটি পোস্টে তার অবস্থান তুলে ধরেন।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সামান্তা শারমিন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শনসহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি।’

জুলাই অভ্যুত্থানে সামনের কাতারে থাকা তরুণদের গড়া দল এনসিপি ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে। এ নিয়ে আপত্তি তুলে এরই মধ্যে পদত্যাগ করেছেন তাসনিম জারা, তাজনূভা জাবীন ও মীর আরশাদুল হক। এনসিপি ১২৫ আসনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, তার মধ্যে এই তিনজনের নামই ছিল। এছাড়া এনসিপির ৩০ জন নেতা দলীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি’ জানিয়ে স্মারকলিপি দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিক্ষার্থী সামান্তা শারমিন তার পোস্টে লিখেছেন, এনসিপির এত দিনের অবস্থান অনুযায়ী তার মূলনীতি, রাষ্ট্রকল্প জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান যেকোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত। তার বর্তমান অবস্থান দলের গত দেড় বছরের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জামায়াত নিম্নকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) ব্যবস্থার আওয়াজ তুলে সংস্কারকে ব্যাহত করার চেষ্টায় লিপ্ত ছিল বলে দাবি করে সামান্তা শারমিন লিখেছেন, এর ফলে এনসিপির আহ্বায়ক বলেছিলেন, ‘যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সাথে জোটও সম্ভব নয়।’ তাই জুলাই পদযাত্রার পর থেকে ‘৩০০’ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয় আহ্বায়কসহ একাধিক বরাতে এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করবে এনসিপি—এই মর্মে সারা দেশ থেকে প্রার্থীদের আহ্বান করা হয়।

সামান্তা শারমিন আরও লিখেছেন, ‘জামায়াতের সঙ্গে জোট করার সমস্যা তুলে ধরা মানেই বিএনপির পক্ষে অবস্থান বোঝায় না। বরং বিভিন্ন বিষয়ে এত দিন ধরে প্রকাশিত ও নানা মহলে প্রশংসিত এনসিপির অবস্থান আমি সঠিক মনে করি ও নিজেকে এই আদর্শের সৈনিক মনে করি। বিএনপি-জামায়াতের যেকোনোটির সঙ্গে জোট এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে সরে গিয়ে তৈরি হচ্ছে।’

‘রাজনীতি’ : আরও খবর

» আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম

» জামায়াতের সঙ্গে ‘আদর্শিক ঐক্য হয়নি’, এটি ‘নির্বাচনী সমঝোতা’: নাহিদ

» ১০ মাসেই এনসিপিতে ফাটল, একে একে জ্যেষ্ঠ নেতাদের পদত্যাগ

সম্প্রতি