image

বগুড়া-৭, বগুড়া-২ ও বগুড়া-১ আসনে বিএনপির মূল ও বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বগুড়া-৭ (শাহজাহানপুর-গাবতলী) আসনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে তার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনও ‘বিকল্প প্রার্থী’ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের প্রধান ও বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী মাহমুদুর রহমান মান্না মনোনয়নপত্র দাখিল করেছেন। একই আসনে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বিকল্প প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-১ (সারিয়াকান্দী-সোনাতলা) আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিলে, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি আহসান তৈয়ব জাকিরও বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর হেনা বলেন, নিরাপত্তার স্বার্থে ওই তিনটি আসনে তিনজন বিকল্প প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া অসুস্থ থাকায় তার অবস্থার অবনতি হলে যেন আসন হাতছাড়া না হয়, সে জন্যই এই ব্যবস্থা। এছাড়া বগুড়া-১ ও বগুড়া-২ আসনের প্রার্থীদের বিষয়ে ঋণখেলাপির কথা ওঠায় কোনো ঝুঁকি না নিয়ে বিকল্প প্রার্থী রাখা হয়েছে। তিনি বলেন, আরও সময় থাকায় পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে একদল জ্যেষ্ঠ নেতা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে দাখিল করেন। একই দিনে খালেদা জিয়ার মনোনয়নপত্রও দাখিল করা হয়। দলীয় সূত্রে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের বিধি মেনে এই মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বগুড়ার দুটি আসনে দলের শীর্ষ দুই নেতার প্রার্থিতা নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে বলে বিএনপি নেতারা মন্তব্য করেন।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি