image

নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়ন ও ওসমান হাদির পথ বাস্তবায়নের শপথ

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

’মৃত্যুবরণের ইচ্ছা’ নিয়েই জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দশ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ’আমার ওপরে একটি গুরুত্বত্বপূর্ণ দায়িত্ব পড়েছে, শহীদ ওসমান হাদির যে পথ, সে পথকে বাস্তবায়ন করা। সাম্য ভাইয়ের (নিহত ছাত্রদল নেতা) হত্যার বিচার, পুরো বাংলাদেশে বাস্তবায়ন করা।"

তিনি আরও বলেন, "আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমাদের এই নির্বাচনটা বাস্তবায়ন করতে হবে, এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ। জোটের হয়ে আমি প্রার্থী হয়েছি, এখানে আমরা দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আজাদী স্লোগান নিয়ে ইনশাল্লাহ মাঠে থাকবো। যাতে ঢাকাকে সবচেয়ে ’নিরাপদ ও সুরক্ষিত’ একটি জায়গা বানাতে পারি।"

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় যাওয়ার সময় তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা অবস্থায় হাদিকে গুলি করে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী।

গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর নিশ্চিত হয়।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার